পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- সৌদি আরবের কাছে প্রথম ম্যাচেই হোঁচট খেয়ে প্রবল চাপের মুখে আর্জেন্টিনা শিবির। তবে দলের ছেলেদের নিয়ে খুব আত্মবিশ্বাসী স্কালোনি। প্রথম একাদশে সামান্য কিছু পরিবর্তন করতে পারেন তিনি। তার দাবি এটাই যে, এই পরিস্থিতিতে যা যা করা দরকার সবই করবেন মেসি বাহিনী। শনিবার মধ্যরাতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ মেক্সিকো। বিশ্বকাপে জয়ের আশা জীবিত রাখতে হলে এই ম্যাচটি জিততেই হবে আর্জেন্টিনাকে।
বিশ্বকাপের আগে ৩৬ টি ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা শনিবারের ম্যাচটিকে ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন লাউতারো মার্টিনেজ। মেক্সিকোর বিরুদ্ধে শনিবারের ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মত, কারণ এই ম্যাচের ফলাফল এর উপরই নির্ভর করবে আমাদের বিশ্বকাপের ভবিষ্যৎ। অস্বীকার করার কিছুই নেই প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আমাদের আত্মবিশ্বাস অনেকটা হলেও ধাক্কা খেয়েছি।যদিও নিজেদের শক্তির উপর আস্থা আছে আমাদের।
মার্টিনেজ আরো বলেছেন ভুলগুলো আমরা শোধরাচ্ছি। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি। অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবছি আমরা। মেক্সিকোর বিরুদ্ধে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। মার্টিনেজ মনে করেন যে সৌদি আরবের বিরুদ্ধে তারা হেরে যাওয়ার মত খেলেনি। তার যুক্তি, এর জন্য তিন তিনটে গোল অফসাইডের জন্য বাতিল হওয়ায় দলের ওপর চাপ সৃষ্টি হয়েছিল।
পোল্যান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচটি ড্র করে মেক্সিকো। তাই গ্রুপ থেকে রাউন্ড অফ সিক্সটিন এ যাওয়ার সুযোগ রয়েছে সব দলের কাছেই । মার্টিনেজ বলেন আমরা আশাবাদী কিছু ভুলের জন্য আমাদের প্রথম ম্যাচেই হারতে হয়েছে। সেগুলো প্রতিবার হবে না। আমরা আশা করি, পরের প্রতিপক্ষ দলের খেলা আমরা দেখেছি। তাদের শক্তি এবং দুর্বলতার জায়গা গুলো ভালো করে দেখা হচ্ছে। দলের সবাই লড়াই করার জন্য প্রস্তুত।
লা আলবিসেলেস্তের কোচ জানিয়েছেন , দলে চোট-আঘাতের কোন সমস্যা নেই। মেসিও সম্পূর্ণভাবে সুস্থ। মেক্সিকোর বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়েই খেলতে নামবে তারা। যখন পরিস্থিতি নকআউট এর মত হয় তখনই জেগে উঠতে হবে এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আমরা খেলার ধরনে সামান্য কিছু পরিবর্তন করব। প্রথম একাদশে পরিবর্তন থাকবে। তবে যেভাবে খেলে এসেছি সেই ভাবেই আমরা খেলব । আমাদের দল সবকিছু করার জন্য প্রস্তুত। বড় ধাক্কা খাওয়ার পর মাঠে নেমে যা যা প্রয়োজন সবকিছুই করবে আমার ছেলেরা।
কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ ?
লাইন আপঃ- এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি , লিসান্দ্র মার্টিনেজ, তাগলিয়াফিকো , রডরিগো দে পল , এঞ্জো ফার্নান্ডেজ, লিয়েন্দ্র পারেদেস , আনহেল দি মারিয়া , লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।