ওয়েব ডেস্কঃ- রাজ্যে পা রাখার পর থেকেই একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার মেদিনীপুরের জনসভায় অংশগ্রহণ করার পর, রবিবার তিনি শান্তিনিকেতনের বোলপুরে অনুষ্ঠিত রোড শো এ যোগ দেবেন।
রবিবার সকালে শাহ নিউটাউনের হোটেল থেকে রওনা দেবেন দমদম বিমানবন্দরের দিকে। বিমানবন্দরে তার জন্য সুসজ্জিত থাকবে একটি বিশেষ হেলিকপ্টার। তাতে চেপে 10টা 50 মিনিটে নামবেন বোলপুরে এবং গাড়িতে চেপে যাবেন বিশ্বভারতীতে। বেলা 11 টা থেকে দুপুর 12 টা 40 মিনিট পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। দুপুর 12টা 55 মিনিট নাগাদ বাংলাদেশ ভবনে যাওয়ার কথা আছে অমিত শাহের। সেখান থেকে বোলপুরের পারুলডাঙ্গা গ্রামের এক বাউল শিল্পীর বাড়িতে দুপুরের আহার সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মধ্যাহ্নভোজের পর বিভিন্ন রাজনৈতিক কর্মের মধ্যেই ব্যস্ত থাকবেন তিনি। বীরভূম জেলার তৃণমূল দলের সভাপতি অনুব্রত মণ্ডলের খাসতালুক বোলপুর শহরের হনুমান মন্দির স্টেডিয়াম রোডে অনুষ্ঠিত একটি রোড শোতে অংশগ্রহণ করবেন দুপুর 2টো নাগাদ।
বিকেল চারটে অব্দি সেই রোড শো চলবে। সেখান থেকে শাহ যাবেন একটি বেসরকারি রেসর্ট-এ এবং রিপোর্টারদের মুখোমুখি হবেন। তারপর বিকেল 5 টা 45 মিনিট নাগাদ বেসরকারি রেসর্ট থেকে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের দিকে পা রাখবেন। রাত 8টায় অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির দিকে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান।
অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বিরোধী পার্টিদের মধ্যে ইতিমধ্যেই সমালোচনার ঝড় সৃষ্টি করেছে। কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জাতীয় সংগীত সংশোধনের কথা বলেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী, তা নিয়ে নানান তর্ক বিতর্ক শুরু হলেও কোন রকম মুখ খোলেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিষয়ে চরম বিরোধিতা করে শাহ-এর উদ্দেশ্যে টুইট করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী লেখেন, “অমিতজি, কবিগুরুর নোবেল পুরস্কার উদ্ধারের জন্য চেষ্টা করুন। সুব্রহ্মণ্যম স্বামী যে ‘জন গণ মন’ সঙ্গীত বদলাতে বলেছেন তার বিরোধিতা করে কিছু বলুন। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণা করার জন্য কি করবেন বলুন।”
তবে বিজেপি সূত্রে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ সফরে এসে জাতীয় সংগীত বিতর্ক সম্পর্কে এখনো অব্দি কোন বক্তব্য না রাখলেও রবিবার রোড-শোতে সমগ্র জনসমাবেশের মাধ্যমে রাজ্যের অন্যান্য বিরোধী দলদের বার্তা দিতে চাইবেন অমিত শাহ।
শনিবার মেদিনীপুরে অনুষ্ঠিত জনসভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের সদ্য প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু এবং শাহ – দুজনেই। শাহ তৃণমূলকে তোলাবাজ এবং দুর্নীতি পরায়ন দল বলে হুংকার দিলেও, অন্যদিকে ভাইপো সম্বোধন করে বক্তব্য রেখেছেন শুভেন্দু।