ওয়েব ডেস্কঃ- কয়েকদিন আগে কৃষকদের উদ্দেশ্যে চিঠিতে কৃষি আইন নিয়ে জনসাধারণকে বোঝানোর সাথে সাথে আন্দোলনে বিরোধী দলগুলির পদক্ষেপ নিয়ে কড়া কটাক্ষ করেছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। এবার কেন্দ্র কে উদ্দেশ্য করে পাল্টা খোলা চিঠি আসলো কৃষি সংগঠনগুলোর তরফ থেকে।
চিঠিতে ব্যক্ত করা ছিল, এটি সম্পূর্ণ কৃষকদের আন্দোলন এবং এতে রাজনীতিকে যুক্ত করার কোন মানে নেই। রাজনৈতিক ইন্ধনের যে বক্তব্য সামনে আসছে সেটা পুরোটাই ভিত্তিহীন। কেন্দ্রকে উদ্দেশ্য করে এই চিঠিতে তারা জানিয়েছেন, “আপনারা যদি আমাদের দাবিগুলো ভালোভাবে খতিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে, এই দাবিগুলোর সঙ্গে কোন রাজনৈতিক দলের সম্পর্ক নেই”।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কয়েকদিন আগেই একটি আট পাতার চিঠিতে জানিয়েছিলেন, কেন্দ্র সবসময় কৃষকদের সাথে আলাপ আলোচনায় বসে কৃষি আইন নিয়ে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে রাজি। কৃষি আইন নিয়ে জনমত গড়ে তুলতে সেই চিঠিটি অধিক সংখ্যক জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রসঙ্গে কৃষক সংগঠনগুলি অভিযোগ তোলেন, সরকার কৃষকদের সাথে সামনাসামনি ভাবে বসে সমস্যার সমাধান করার উদ্যোগ না নিয়ে খোলা চিঠির মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করছে। কৃষিমন্ত্রী চিঠির দ্বারা দাবি করেছেন, এই আইন লাঘবের ফলে কৃষকরা নিজের জমি থেকে বঞ্চিত হবেন না, কিন্তু তার এই দাবির সাথে কন্ট্রাক্ট এক্ট 2020-এর কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
রবিবার কৃষক সংগঠন গুলোর দ্বারা ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালিত হচ্ছে। আন্দোলনে বহু মৃত কৃষকদের শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে এই দিবস পালন করা হবে বলে জানিয়েছেন কৃষক সংগঠনগুলো।