পশ্চিমবঙ্গ ডেস্কঃ তৃতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। করোনা পরিস্থিতির মধ্য দিয়েই হবে শপথ গ্রহণ। আজ বেলা এগারোটা নাগাদ রাজ্য ভবনে উপস্থিত হয়ে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতির মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে যার কারণে কোভিড বিধি মেনে কিছু সংখ্যক মানুষকে আমন্ত্রিত জানানো হয়েছে এই অনুষ্ঠানে। শপথ গ্রহণের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই সভায় উপস্থিত থাকবেন কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। কারণ তিনি শারীরিক অসুস্থতার কারণে এবার একুশের বিধানসভার নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেননি। নিজের চিকিৎসকের সাথে আলোচনা করার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে এবার ভোটের দিন বাড়ি থেকে বের হননি বুদ্ধদেব ভট্টাচার্য।
গত সোমবার রাজ্য ভবনে গিয়ে নতুন করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। রাজ্যে নতুন সরকার গঠনের আগের প্রথা মেনেই পদত্যাগ করেছিলেন তিনি।
এ বিষয়ে রাজ্যপাল একটি ট্যুইট করে জানান, “মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে তার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। । তবে পরবর্তী সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত তাকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়েছে।” অপ্রত্যাশিতভাবে বাংলায় ২০০ -র বেশি আসনে জয়লাভ করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।
Hon’ble CM @MamataOfficial called on me and submitted her resignation as CM and the same has been accepted.
She has been requested to continue till alternative arrangements are made. pic.twitter.com/ipJ48smN41
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 3, 2021
কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে আজ ছোট্ট করেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী মন্ত্রীদের শপথ গ্রহণ হবে ৬ ই মে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ কয়েকজন কে আমন্ত্রণ জানানো হয়েছে ও এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিজ দলের বেশ কয়েকজন নেতা।