পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্যে আবহাওয়ার গরমের সাথেই বাড়ছে ভোটের গরম। তার সাথে কেন্দ্র- রাজ্য এবং তৃণমূল – বিজেপি সংঘাত যেন ভোট রাজনীতিকে আরও ইন্ধন জুগিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের দ্বিতীয় দফার পর ফের রাজ্যে হতে চলেছে মোদী মমতা সম্মুখ সমর।
আজ তারকেশ্বরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে দলের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও একই সাথে আজ তারকেশ্বরে সভা করবেন এবং বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে সাথে আজ রাজ্যে আসছেন উত্তরপ্রেদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রাজ্যে যত ভোটের দফা এগোচ্ছে ততই কার্যত গরম হচ্ছে রাজ্যের আবহাওয়া। সেক্ষেত্রে রাজ্য এখনও অবধি দুদফা ভোট হয়ে গিয়েছে। আর দ্বিতীয় দফা ভোটে তৃণমূল অর্থাৎ শাসক দল এবং বিজেপি অর্থাৎ প্রধান বিরোধীপক্ষের সম্মুখ সমর হয়েছিল সকলের মাথা ব্যাথার কারণ।
আজ তারকেশ্বরে দুই প্রধান নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী একের পর এক সভা করবেন। এ যেন সম্মুখ সমর। তারকেশ্বরে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের হয়ে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী। এরপরই বিকেল ৪ টে ১৫ নাগাদ দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে সভা করবেন নমো। এছাড়াও বিজেপির হয়ে আজ রাজ্যে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ।
এবারে রাজ্যে আট দফা ভোট চলবে। ইতিমধ্যে ২ দফা ভোট হয়ে গিয়েছে আরও বাকি ৬ দফা। রাজ্যে মোটামুটি তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম এর যে ত্রিমুখী সংঘাত তৈরি হয়েছে তাতে যে বাকি ৬ দফা ভোটে অনেক রকম রূপ সাধারণ মানুষ দেখতে পাবে তা বলাই বাহুল্য। আগামী ২৯ শে এপ্রিল শেষ দফা ভোট এবং ভোট গণনা আগামী ২রা মে। এখন দেখার অপেক্ষায় রাজ্যবাসী কার পক্ষে তাদের মুল্যবান ভোট দান করে।