পশ্চিমবঙ্গ ডেস্কঃ টানা ১২ দিন পেট্রোল (Petrol Price) ও ডিজেলের (Disel Price) দাম ঊর্ধ্বমুখী ছিল। গত রবিবার ও সোমবার না পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে না কম হয়েছে। এই দুদিন পরিবর্তন হয়নি জ্বালানি তেলের দাম। তবে আজ মঙ্গলবার ফের পরিবর্তন হলো পেট্রোল ও ডিজেলের দাম। রাজ্যে জ্বালানি তেলের দাম কমলেও আকাশ ছুয়েছে ভিন্ন রাজ্যে।বঙ্গে কিছুটা জ্বালানি তেলের দাম সামান্য কমলেও ভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ১০০ টাকা পেরিয়েছে পেট্রোল ও ডিজেলের দাম তারপরও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম।
আজ মঙ্গলবার কলকাতাতে পেট্রোলের দাম (Petrol Price) কমেছে ০.৬৬ পয়সা প্রতি লিটারে এবং ডিজেলের দাম কমেছে ০.৩৬ পয়সা প্রতি লিটারে। কলকাতা ছাড়া ভিন্ন রাজ্যগুলিতে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। বাণিজ্যিক শহর মুম্বাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ০.৩৪ পয়সা এবং প্রতি লিটারে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ০.৩৮ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম বর্ধিত। প্রতি লিটার পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ০.২৫ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ০.৩৫ পয়সা। এছাড়াও চেন্নাইয়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ০.৩১ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে ০.৩৩ পয়সা।
গত রবিবার ও সোমবার পেট্রোলের পরিবর্তিত হয়নি। আজ মঙ্গলবার আবারও পরিবর্তন হল জ্বালানি তেলের দাম। রাজ্যে পেট্রোলের দাম (Petrol Price) কমলো ০.৬৬ পয়সা। ভারতে পেট্রোলের ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। গরিব মানুষদের মুখে হাসির বালাই নেই। ডেলি প্যাসেঞ্জার গাড়িগুলির মালিক অসুবিধার মুখে পড়েছেন। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হলেও ভাড়া বাড়াতে পারছেন না তারা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কোথায় কত-
- কলকাতায় আজ পেট্রোলের দাম (Petrol Price) প্রতি লিটার ৯১ টাকা ০.১২ পয়সা।
- রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯০ টাকা ০.৮৪ পয়সা।
- বাণিজ্যিক শহর মুম্বাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯৭ টাতাকা০.৩৪ পয়সা।
- চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯২ টাকা ০.৯০ পয়সা।
পেট্রোলের মত গত রবিবার ও সোমবার ডিজেলের দাম (Disel Price) পরিবর্তিত হয়নি। রাজ্যে ডিজেলের দাম কমলো ০.৩৬ পয়সা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে ডিজেলের দাম কোথায় কত-
- কলকাতায় আজ ডিজেলের দাম (Disel Price) প্রতি লিটার ৮৪ টাকা ০.২০ পয়সা।
- রাজধানী দিল্লিতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮১ টাকা ০.৩২ পয়সা।
- বাণিজ্যিক শহর মুম্বাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৮ টাকা ০.৪৪ পয়সা।
- চেন্নাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৬ টাকা ০.৩০ পয়সা।