weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
Today Weather: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধাপে ধাপে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের | ছবি - সংগৃহীত

Today Weather: বৃষ্টি কমলেও এই মুহূর্তে রেহাই মিলছে না বঙ্গবাসীর। চলতি সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গোটা রাজ্য জুড়ে এমনটাই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর।

গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ধাপে ধাপে বৃষ্টি হয়ে চলেছে। আজ সকাল থেকেই শহরতলীর আকাশ জুড়ে শুরু হয়েছে মেঘের আনাগোনা। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে ধাপে ধাপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায়।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি – সংগৃহীত

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ছিটে ফোঁটা বৃষ্টির ফলে শহরতলীতে বাড়বে গরম। এর পাশাপাশি আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, বঙ্গের মানুষ আর্দ্রতা জনিত অসস্থিতে ভুগছে।

আজকের (Today Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭৮ শতাংশ।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
ছবি – সংগৃহীত

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান ক্রমশ কমছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে, তেমন ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গে।

আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।