আজকের আবহাওয়াঃ বঙ্গে ধাপে ধাপে বৃষ্টি হলেও, কমছে না তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। সকাল হতেই প্রচন্ড রোদে বাড়ছে গরম। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন বেলা বাড়তেই আজ বঙ্গের আকাশ জুড়ে অবস্থান করবে ঘন কালো মেঘ।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও, আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ থেকে আগামী কয়েক দিন এই বৃষ্টি জারি থাকবে বঙ্গে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
গুজরাট উপকূলে সৌরাষ্ট্রে এবং বঙ্গোপসাগর উপকূলে দুটি ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে। যার জেরে বঙ্গের প্রতিটি জেলায় জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হয়ে চলেছে। তবে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও, নেই ভারী বৃষ্টির পূর্বাভাস।

ডালটনগঞ্জ, মালদহ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষ রেখা। যার কারণে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করছে। এর কারণে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। এই কারণেই বঙ্গে বিক্ষিপ্ত আকারে হয়ে চলেছে বৃষ্টি।
আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ
আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৭০ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দু’একটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা।
আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি মেঘের গর্জন তান্ডব দেখাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।