পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবছর গ্রীষ্মকাল পড়তে না পড়তেই তাপমাত্রার পারদ হু হু করে চলেছিল। গরমের প্রচন্ড দাবদাহে যখন গোটা রাজ্যবাসী নাকাল তখনই দেবদূতের মতো হাজির হয় ঝড়-বৃষ্টি। মাঝে কিছুদিন বিরাম দিয়ে আবারো ঝড়বৃষ্টি ফিরতে চলেছে বাংলার আবহাওয়ায়। শুধু ঝড়-বৃষ্টিই নয় তার সঙ্গে দোসর হয়ে আসতে চলেছে শিলাবৃষ্টি। সঙ্গে দমকা ঝড়ো বাতাস তো আছেই। দেখে নিন কেমন থাকবে আজকের (২৯শে মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩৪ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ৪.২ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ বিক্ষিপ্ত
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৮ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫৪ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৩৩মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৫১মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ এবং কাল তেমন একটা বৃষ্টিপাত দেখা যাবে না। শুধুমাত্র উত্তরের পার্বত্যজেলা দার্জিলিং এবং কালিম্পং-এ সামান্য বৃষ্টিপাত ঘটতে পারে। তবে আগামী পরশু থেকে পরপর তিনদিন অর্থাৎ রবিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর।
বৃষ্টির সাথে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আপাতত আগামী তিনদিন উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না। তারপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের প্রত্যেক দিনই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস জানিয়েছে। সেই সাথে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বলে জানানো হয়েছে। ঝড়ের বেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে বলে সম্ভাবনা জারি করা হয়েছে।
ঝড়ের সাথে শিলাবৃষ্টিও হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই টানা বর্ষণের ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় আপাতত কোন পরিবর্তন আসবে না। তবে দুপুরের দিকে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হতে পারে মানুষ। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল ও পরশুদিন উত্তরবঙ্গের সমতল জেলাগুলি মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পার্বত্যজেলা কালিম্পং ও দার্জিলিংয়ে। তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামীকাল ও তার পরের দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের দরুণ আপাতত রাজ্যের তাপমাত্রায় তেমন কোন বড়সড়ো পরিবর্তন আসবে না।