পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আপাতত দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত থাকবে। বৃষ্টি থেমে যাওয়ার ফলে একটু একটু করে তাপমাত্রা বাড়ছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রবিবার থেকে ফের বজ্রবিদ্যুত্ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়ার এই পরিস্থিতি থাকতে পারে বুধবার পর্যন্ত। তারপর আকাশ পরিষ্কার হয়ে বৃষ্টি থেমে যাবে। তবে দক্ষিণবঙ্গে বর্তমানে বৃষ্টি না হলেও আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ বৃষ্টিস্নাত হতে থাকবে। দেখে নিন কেমন থাকবে আজকের (২৪শে মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৩ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ৩২ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ৩.৬ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ বিক্ষিপ্ত
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫৬ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৩৮মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪৯মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ মোটের উপর গোটা উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দার্জিলিং জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আজ একটু বেশি হতে পারে। এছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। উত্তরবঙ্গের বাকি তিন জেলাতে বিক্ষিপ্ত ভাবে দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
২৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২ দিনের মধ্যে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। উপ-হিমালয়ের ভূমি অঞ্চলে পরবর্তী ৩ দিনে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন আসবে না। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মোটের উপর দক্ষিণবঙ্গের আকাশ আজ পরিষ্কার থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সামান্য বৃষ্টি হতে পারে। তবে এইরকম বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবারের পর থেকে আবারো ঝেপে বৃষ্টি নামতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া চলতে পারে। বৃষ্টিপাত না হওয়ায় আগামী দুইদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরবর্তী ৩ দিনে তাপমাত্রার তেমন কোনো হেরফের ঘটবে না। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলতে থাকবে। আগামী দুই দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই তাপমাত্রা খানিকটা বাড়বে। তবে পরবর্তীতে তাপমাত্রা স্থিতিশীল হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বৃষ্টি থেমে গিয়ে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি আসার পূর্বাভাস দেওয়া হয়েছে।