weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আজকের আবহাওয়াঃ প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় কি পড়বে তার প্রভাব? | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ সকাল হতেই তাপমাত্রার পারদ পৌঁছেছে চরমে। ভ্যাপসা গরমে রীতিমতো সেদ্ধ হচ্ছে বঙ্গবাসী। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ পৌঁছেছে ৩৭ এর ঘরে। তবে তা বেড়ে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে আবার ধেয়ে থেকে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অশনি’। এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি ভাবে বঙ্গে না পড়লেও বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের আবহাওয়া আরও উত্তপ্ত হতে পারে বলে জানিয়েছে হওয়া অফিস।

আজ শনিবার, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন বাড়তে থাকবে তাপমাত্রা। তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া।

আজ কলকাতার (Today Kolkata Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৭ শতাংশ। আবহাওয়ার শুষ্কতা থাকার কারণে অসস্থি বোধ করবে বাংলা মানুষ। আগামীকাল তাপমাত্রার পারদ ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ 

আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবারে কোন রকম বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগামীকাল রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও উত্তরবঙ্গে আগামী তিন-চার দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণবাত ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী ২১ শে মার্চ আছড়ে পড়বে মায়ানমার এবং বাংলাদেশে সংলগ্ন উপকূলে। তবে পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি ভাবে না পড়লেও এর কারনে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করবে রাজ্যে। যার কারণে অস্বস্তি বাড়বে বঙ্গবাসীর।