weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়া : আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা | ছবি - সংগৃহীত

আজকের আবহাওয়াঃ সকাল হতেই রাজ্যের আকাশ জুড়ে চলছে রোদ মেঘের লুকোচুরি খেলা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে গোটা বঙ্গ ভিজছে বৃষ্টিতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গ থেকে ইতিমধ্যেই কিছুটা সরে গিয়েছে নিম্নচাপ যা বর্তমানে অবস্থান করেছে ছত্রিশগড়ে। যার জেরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বঙ্গে। ধীরে ধীরে এই নিম্নচাপ মধ্যপ্রদেশ ও গুজরাটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে নিম্নচাপের জেরে সমুদ্র সৈকত উত্তাল হয়ে থাকার কারণে মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্র উপকূলে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও এই মুহূর্তে যারা সমুদ্র উপকূলে মাছ শিকার করতে গিয়েছেন তাদেরকে ইতিমধ্যেই ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়া : আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা | ছবি – সংগৃহীত

আজ কলকাতার (Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে ৮৭ শতাংশ। গতকালের তুলনায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তবে একই স্থানে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।

আজ উত্তরবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আবহাওয়া : আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা | ছবি – সংগৃহীত

আজ দক্ষিণবঙ্গের (Weather) আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই জেলেগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে।

আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গিয়েছে।

আবহাওয়া, আজকের আবহাওয়া
IMD warning