পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ক্যালেন্ডারে বসন্তকাল হলেও ভোর থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার আজ। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সাথে সাথে মেঘলা আবহাওয়া কেটে রোদের দেখা মিলবে। মাস ফেব্রুয়ারি হলেও তাপমাত্রা এখনই স্বাভাবিকের উপরে। দক্ষিণবঙ্গে গ্রীষ্মকাল তো উত্তরবঙ্গে বর্ষাকাল। দেখে নিন কেমন থাকবে আজকের (২৪শে ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৪ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৮ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮০ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪৭ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ০২মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৮মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুতসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিনও উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে থাকবে কুয়াশার দাপট। আগামী ৫ দিনের রাত এবং বেলার তাপমাত্রা খুব একটা পরিবর্তন আসবে না তবে মোটের উপর স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি তাপমাত্রা বিরাজ করবে গোটা উত্তরবঙ্গ জুড়েই। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং হুগলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম সহ পশ্চিমের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কুয়াশার কারণে সকালের দিকে আকাশ মেঘলা থাকবে। আর্দ্র দক্ষিণী বাতাসের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েকদিনে গোটা বাংলারই তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। তবে ধীরে ধীরে দিনের সর্বোচ্চ তাপমাত্রার বৃদ্ধি ঘটতে থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বাড়ছে এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটছে। গোটা বাংলা জুড়েই সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রভাব দেখা যাবে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে।