weather, আবহাওয়া, today weather, আজকের আবহাওয়া
আজকে আবহাওয়াঃ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, প্রবল গরমে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গরমের দাবদাহে রীতিমতো হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। সকালের দিকে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই আবহাওয়ার পরিস্থিতি বদলাতে শুরু করছে। প্রচণ্ড রোদে যেন পুড়ে ঝলসে যাচ্ছে বাংলার মানুষ। যদিও এই অবস্থায় স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ। এর পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকায় অস্বস্তি আরও বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এই পরিস্থিতি থেকে স্বস্তি দিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গের জন্য কোন স্বস্তির বার্তা নেই আবহাওয়া দপ্তরের কাছে।

আজ কলকাতার (Today Kolkata Weather ) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ। আকাশ মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী।

আজ উত্তরবঙ্গের আবহাওয়াঃ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে এই বৃষ্টি হলেও উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন তারতম্য হবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, বীরভূম এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী দু-একদিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।