পশ্চিমবঙ্গ ডেস্কঃ হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। বঙ্গে বৃষ্টির কোন বালাই নেই। গত দুইদিন ধরে বঙ্গের আকাশ জুড়ে অবস্থান করেছে কালো মেঘ। বঙ্গের আকাশজুড়ে মেঘাচ্ছন্ন ভাব থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি জনিত কারণে ভুগছে বঙ্গবাসী। তবে অবশেষে আজ স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ শনিবার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সিকিম থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা বরাবর একটি ঝঞ্জা সৃষ্টি হয়েছিল যার কারণে বঙ্গের আবহাওয়ার তারতম্য ঘটছে। তবে বর্তমানে এই ঝন্ঝা কাটিয়ে উঠেছে যার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গে। আর সে কারণেই এবার বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতার (Today Kolkata Weather) আবহাওয়াঃ
আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ।
আজ উত্তরবঙ্গের আবহাওয়াঃ
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দার্জিলিং ও কালিম্পং জেলায় আজ বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বাকি জেলাগুলিতে আগামীকাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ একই রকম থাকবে বলে জানা গিয়েছে।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, বীরভূম এবং নদীয়া জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির পরিমাণ আগামীকাল রবিবার কিছুটা হলেও বৃদ্ধি পাবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে।