পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবার এবং শনিবার থেকেই রাজ্যের তাপমাত্রা ছিল নিম্নগামী। তবে রাত পোহাতেই রবিবার এবং সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী রাজ্যের তাপমাত্রা। আজ সেই তাপমাত্রার পতন ঘটেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির কাছাকাছি।
শনিবার রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল। শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে উত্তরবঙ্গে পশ্চিমি ঝঞ্ঝার উপস্থিতিতে গতকাল রবিবার থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে ফের শীতের দেখা মিলতে চলেছে রাজ্যে। আজ সকালে কুয়াশার আধিক্য থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে তা কেটে গিয়ে রোদের দেখা পাওয়া যাবে। আবহাওয়া অফিসের মতে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি।
এ তো গেল কলকাতার ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা। কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে একই রকম শীত পরিলক্ষিত হচ্ছে। সেখানকার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করছে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছে। পশ্চিম বর্ধমানের পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ অনেকখানি নেমেছে বলে জানানো হয়েছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতে শিশির পড়ার আশংকা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। আজ থেকে রাজ্যে শীতের আধিক্য বাড়তে শুরু করলেও, শুক্রবার থেকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবাত তৈরির ফলে শীতের আমেজ খানিকটা কমবে বলে জানা গিয়েছে। কাজেই ধরা যেতে পারে, আগামী রবিবার অর্থাৎ বড়দিনের সময় শীতের আমেজ থেকে বঞ্চিত থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গবাসী।
আজ সূর্যোদয় হয়েছে ভোর ৬ঃ১১ এবং সূর্যাস্ত যাবে বিকেল ৪ঃ৪৭।