পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গতকাল বিকেল থেকেই কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যে থেকে শুরু হয়ে টিপটিপ করা বৃষ্টি রাত অব্দি গড়ায়। তবে শুধু গতকালই নয় আগামী দুই দিনও দক্ষিণবঙ্গে আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গেও প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে। আসুন জেনে নেওয়া যাক কেমন থাকবে আজকের (৩১শে মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩৫ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৬ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ৪.২ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ হালকা থেকে মাঝারি
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৯১ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫৮ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৩১মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৫২মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ উত্তরবঙ্গে সবকয়টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির প্রকোপ খানিকটা কমতে পারে উত্তরবঙ্গে।
আগামী সপ্তাহের প্রথমভাগে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলি মোটের উপর শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিন প্রবল ঝড়-বৃষ্টি হওয়ার কারণে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে পরবর্তী তিন দিনে তাপমাত্রা আবারো বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ এবং কাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজ ঝড় কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে। কালও একই রকম আবহাওয়ায় থাকবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কালবৈশাখীর দেখা মিলতে পারে। পরপর দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে পরবর্তী ৩ দিনে আবারো তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটের উপর ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের দরুন তাপমাত্রা খানিকটা নিম্নগামী হবে। তবে শহরের উপর দুপুরের দিকে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভুত হতে পারে।