
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্যে চলছে গরমের দুর্দান্ত দাপট। মার্চের গরমেই ইতিমধ্যে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। কবে দেখা মিলবে বৃষ্টির ? তার দিকেই নজর ছিল সবার। তবে একটু স্বস্তি দিয়ে কলকাতা এবং তার পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত ২১ শে মার্চ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমারে প্রবেশ করে। সেই সময় থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করেছে বাংলাতেও। তাই আজ বাংলার বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবরঃ
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সাথে বজ্রবিদ্যুৎ দেখা মিলতে পারে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা বৃষ্টিপাত এর দেখা মিলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরঃ-
আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদীয়া জেলায় হালকা বৃষ্টিপাত এর পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ বাড়বে বলে জানা গিয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ক্রমশ অস্বস্তি বোধ করবেন সাধারণ মানুষ।
কলকাতার আবহাওয়ার খবরঃ-
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রী সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রী বেশি। এছাড়া আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা তবে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতার বলেই পূর্বাভাস রয়েছে।