পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গোটা বাংলা জুড়েই বইছে দখিনা হাওয়া। ভোরের দিকে হালকা কুয়াশার সাথে শিরশিরানি ভাব আর রাতের মিষ্টি ঠান্ডার পরশে গোটা বাংলা জুড়ে বসন্তের আমেজ। তবে বেলা বাড়তেই চড়া রোদ আর ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে শহরবাসীর। তবে গ্রামের দিকে আবহাওয়া যথেষ্ট মনোরম। পশ্চিমের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ক্রমেই ফারাক বাড়ছে। দেখে নিন কেমন থাকবে আজকের (২৭শে ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২২.৯ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ৩.৬ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৮ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫৫ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ০০মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৩৯মিনিট
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্বের দিকের জেলাগুলিতে বাংলাদেশের দিক থেকে আসা হাওয়ার দাপট বজায় থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বাতাস লক্ষ্য করা যাবে। ফলে দক্ষিণবঙ্গীয় উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে সাথে দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা যাবে। পশ্চিম দিকের জেলাগুলিতে দিনের বেলায় প্রচণ্ড গরম ও রাতে বেলায় হালকা শীতের অনুভূতিতে আবহাওয়া চরমভাবাপন্ন হয়ে উঠছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুত্-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দুই জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী ৫ দিনে, রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে দিন ও রাতের উভয়ের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বিহার সংলগ্ন জেলাগুলিতে কোথাও কোথাও সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যেতে পারে। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
মার্চের প্রথম সপ্তাহ থেকেই চড় চড় করে বাড়তে থাকবে তাপমাত্রা। আপাতত ৪৮ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোন পরিবর্তন না আসলেও এই সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকবে। তবে কলকাতা থেকে দূরবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা মনোরম থাকবে।