today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
আজকের আবহাওয়া: রাতে নিম্নগামী তাপমাত্রা কিন্তু বেলা বাড়তেই কাটফাটা রোদে নাজেহাল শহরবাসী!

 পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কলকাতায় এখন শুধু ক্যালেন্ডারই বসন্তের ছোঁয়া, আদতে দিনের বেলায় টাকফাটা গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। শহর থেকে দূরের ও উপকূলীয় জেলাগুলিতে যদিও বা ভোর এবং রাতের দিকে তাপমাত্রা কিছুটা নিম্নগামী হয়, কিন্তু দিনের বেলার তাপমাত্রা প্রায় সবস্থানেই একই রকম। লেপ-কম্বল বিদায় নিয়েছে অনেক আগেই। এখন সেই জায়গায় বেলা বাড়তেই স্পিড বাড়ছে পাখার। আবহাওয়া দপ্তরের অনুমান মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। দেখে নিন কেমন থাকবে আজকের (২৮শে ফেব্রুয়ারী ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩১ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ০ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৩ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৯ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৫৯মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪০মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের গড় তাপমাত্রা খানিকটা কম থাকলেও বসন্তের ছোঁয়া খুব ভালোভাবেই অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা আগামী ২-৩ দিনে পরিবর্তিত না হলেও, তার পরবর্তীতে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পার্বত্যজেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৪ ডিগ্রী সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিস্কার হয়ে রোদ উঠেছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে ফারাক বেশি থাকায়, রাতে হালকা কম্বল গায়ে দিতে হচ্ছে এবং দিনে ফ্যান চালাতে হচ্ছে। যার কারণে জেলায় জেলায় জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ দেখা দিচ্ছে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামীকালের আবহাওয়া
আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট কোন পরিবর্তন আসবে না। রাতের তাপমাত্রা আপাতত একই রকম থাকবে। কিন্তু দিনের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। আগামী ৫ দিনে, দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোন সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। সপ্তাহের প্রথম ভাগে বাংলার কোন কোন জেলাতে বিক্ষিপ্তভাবে কুয়াশা পরিলক্ষিত হলেও সপ্তাহের শেষ ভাগ থেকে কুয়াশার দাপট কমতে থাকবে।