
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফাল্গুন মাসের শুরুতেই গায়ে জ্বালা ধরাচ্ছে তাপমাত্রা, ওদিকে আস্ত গরমকাল তো পড়েই রয়েছে। তবে আশার কথা এই যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে, আগামী ৫ দিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে ধারণা করা হচ্ছে, হোলির পর থেকে চড়চড় করে বাড়তে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। উপকূলীয় জেলাগুলি বা উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা কিছুটা মনোরম থাকলেও, শহরের বুকে এখনই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। দেখে নিন কেমন থাকবে আজকের (৪ঠা মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২২ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ০ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৪৭ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৪২ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৫৬মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪২মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কাল থেকে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া বাদবাকি জেলাগুলি মোটের উপর শুষ্কই থাকবে। দার্জিলিং বা কালিম্পং জেলায় তাপমাত্রা এখনই সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এসে পৌঁছেছে। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলির দিন ও রাতের তাপমাত্রা পার্বত্য অঞ্চলের জেলাগুলির থেকে অনেকটাই বেশি থাকবে। বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত দক্ষিণবঙ্গে কোন জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেই সাথে আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় কোন পরিবর্তনের সম্ভাবনাও কম। দিন ও রাতের তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। বিশেষত পশ্চিমের জেলাগুলি ও উপকূল পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা বেশ মনোরম থাকবে। তবে ইতিমধ্যেই কলকাতা শহরের উপর দিনের বেলার তাপমাত্রা বেশ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের তিনটি জেলায় আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ আপাতত শুষ্কই থাকবে। আগামী ৫ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও দিন ও রাতের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না। সেই সাথে আস্তে আস্তে ভোরের দিকের কুয়াশার প্রভাব কমতে থাকবে।