পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রাতে শীত শীত ভাব এবং দিনে অস্বস্তিকর গরমের সঙ্গে ভরে কুয়াশার দাপট অব্যাহত। আজও কলকাতা সহ তার আশেপাশের বিভিন্ন জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা গিয়েছে। সেই সাথে আগামী ৪-৫ দিন গোটা বাংলা জুড়েই দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। হোলির আগেই বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দেখে নিন কেমন থাকবে আজকের (২রা মার্চ ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৮ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৫ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫৩ শতাংশ
সূর্যোদয়ঃ ৫টা ৫৮মিনিট
সূর্যাস্তঃ ৫টা ৪১মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৫ দিন দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার মধ্যে আগামী ২ দিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি উত্তরবঙ্গ মোটের উপর শুষ্কই থাকবে। আগামী ২-৩ দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না। তবে আগামী ৪-৫ দিনের মধ্যে উত্তরবঙ্গে দিনের বেলা তাপমাত্রা ধীরে ধীরে ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে রাতের তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন দেখা যাবে না। তবে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পাবে। সেই সাথে উপকূলীয় জেলা এবং শহর ও শহরতলীতে কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনের বেলায় দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত ভ্যাঁপসা গরম অনুভূত হবে। আপাতত তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামী কয়েকদিন কলকাতা ও তার আশে পাশের অঞ্চল তথা গোটা দক্ষিণবঙ্গই বৃষ্টিহীন থাকবে। তবে উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে গোটা বাংলার তাপমাত্রা বর্তমানের থেকে বেশ খানিকটা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশার প্রকোপ লক্ষ্য করা যাবে।