west bengal, weather, weather update, today's weather, weather in kolkata, পশ্চিমবঙ্গ, আবহাওয়া, আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, কলকাতার আবহাওয়া
আজকের আবহাওয়া: ডিসেম্বরে পা রেখে মিলবে কি শীতের হদিশ ? জানাল আবহাওয়া অফিস | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নভেম্বরের শেষ সপ্তাহেই শীত যেন পথ হারিয়েছিল। ডিসেম্বর পড়তেও সেই একই ধারা বজায় থাকলো। দিনের বেলা রোদ বাড়তেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষেই অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফিরে আসবে ঠান্ডার আমেজ। তবে তার পাশাপাশি আবহাওয়ার এই খামখেয়ালিপনাও চলবে।

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বেশ কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছিল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। কিন্তু নভেম্বরের শেষে এসে নিম্নচাপের প্রভাবে সে শীত উধাও। কিন্তু মানুষ তো বছর শেষে, এই পিকনিকের মরসুমে শীতের জন্যই হাপিত্যেস করে থাকে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শেষ তিন দিনে তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করবে।

এ বছরে শীতের শুরুতে যেভাবে ঠান্ডা পড়তে শুরু করেছিল, তাতে সকলে মনে করেছিল, এবছর বুঝি ঠান্ডা রেকর্ড ছারিয়ে যাবে। কিন্তু হঠাৎই উত্তরে হওয়ার গতি রুদ্ধ হয়ে যাওয়াতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অনেক হারে। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, আগামী কয়েক দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তাই জাকিয়ে শীতের জন্য বঙ্গবাসীকে আরো এক থেকে ২ সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। তবে কলকাতা সহ তার আশেপাশের অঞ্চল বাদ দিয়ে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শীতের আমেজ সামান্য হলেও আছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকবে। দিন থাকবে রৌদ্রকরজ্জ্বল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯২ শতাংশ কাছাকাছি। গোটা রাজ্যের কোথাও বৃষ্টির কোন পূর্বাভাস নেই।