নিজস্ব সংবাদদাতাঃ- ভারত থেকে উঠিয়ে নেওয়া হবে টোল প্লাজা। রাস্তায় লম্বা লাইন দিয়ে পথ কর দিতে অনেকেই বিরক্ত বোধ করেন এবং অনেকটা সময় অপচয় হয় মানুষের। রাস্তায় আর লম্বা লাইন দিয়ে টোল বা পথ কর দিতে দেখা যাবে না, দেখা যাবে না গাড়ির জমায়েত।
যানবাহনের গতিবেগ বাড়াতে এবং টোল বা পথ কর বাড়াতে, মানুষের সুবিধার কথা ভেবে নয়া পরিকল্পনার সিদ্ধান্ত নিলো সরকার। ভারত থেকে ধীরে ধীরে উঠিয়ে নেওয়া হবে সমস্ত টোল প্লাযা। ‘জিপিএস’ পদ্ধতি এর মাধ্যমে চালু করা হবে নতুন টোল ট্যাক্স।
আস্তে আস্তে দুই বছরের মধ্যে পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ি নতুন টোল প্লাজা বা পথ কর চালু করতে চলেছেন। তিনি জানালেন ‘জিপিএস’ এর মাধ্যমে টোল নিলে মানুষের সুবিধা হবে এবং কোনও গাড়ি টোল প্লাজা বা পথ কর ফাঁকি দিতে পারবে না।
টোল প্লাজা গুলকে চালিয়ে নিয়ে যাওয়া এবং সেগুলির রক্ষণাবেক্ষণ এর জন্য যে পরিমান অর্থ সরকারকে খরচ করতে হয়, সেগুলিও বাচবে সরকারের। এই পদ্ধতিতে টোল বা পথ কর নেওয়াতে সম্পূর্ণ টাকা সরাসরি পৌঁছে যাবে সরকারের কাছে। তাই তৈরি করা হচ্ছে মাস্টার প্লান।
নয়া পদ্ধতির মাধ্যমে টোল ট্যাক্স নিলে গাড়িটি কোন সড়ক দিয়ে চলাচল করছে, কোন এলাকায় কতক্ষণ দাঁড়িয়েছে, কোথায় কোথায় গাড়িটি ভ্রমন করছে সেই বুঝেই গাড়ি মালিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিজিটাল পদ্ধতিতে কেটে নেওয়া হবে টাকা। সব কিছুর হিসাব থাকবে বাঙ্ক অ্যাকাউন্ট এ।
আরও জানা গিয়েছে যে, পুরাতন মডেলের গাড়ী গুলিতে ‘জিপিএস’ মাধ্যম নেই। পুরাতিন গাড়ি গুলিতে ‘জিপিএস’ লাগানোর আইন আনছে সরকার। পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ি জানিয়েছে, নয়া পরিকল্পনায় একটা বিষয় খুব স্পষ্ট। কোনও গাড়ি আর কোনও ভাবেই ফাঁকি দিতে পারবে না। একই সাথে টোল থেকে আগের তুলনাই অনেকটাই আয় বাড়বে সরকারে।