abhishek chatterjee, tollywood
শুটিংয়ে হঠাৎ অসুস্থ, প্রয়াত হলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ প্রয়াত হলেন টলি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। শুটিং থেকে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বারবার তিনি বমি করছিলেন। অবস্থার অবনতি ঘটতে থাকলেও হাসপাতালে যেতে চাননি তিনি। অবশেষে গতকাল রাত ১.৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আবারো বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এলো ! কিংবদন্তি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একের পর এক সুপারহিট ছবি আমাদেরকে উপহার করেছেন তিনি। জানা গিয়েছে, গতকাল বুধবার তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুটিং চলাকালীন শরীর অসুস্থ হয় তার। তারপর তিনি তড়িঘড়ি করে বাড়িতে চলে আসেন এবং বাড়িতে বসেই প্রাথমিক চিকিৎসা চালান তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলেও হাসপাতালে যাননি তিনি। এরপর রাত ১ টা ৪০ মিনিট নাগাদ তিনি চলে যান চিরনিদ্রায়।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। এর মধ্য দিয়েই তিনি রিয়েলিটি শো এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এর মধ্যে তিনি সেভাবে জল পানও করতে পারেননি। যার কারণে তার শরীর আরও অসুস্থ হয়ে ওঠে।  তার শবদেহ আপাতত বাড়িতেই রাখা হয়েছে। ইতিমধ্যে একাধিক অভিনেতা-অভিনেত্রী তার মৃত্যুর সংবাদ শুনে তার বাড়িতে পৌঁছেছেন। গত কয়েক বছর ধরে তিনি বাংলা সিরিয়ালে একটি জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। কিন্তু এই টলিউডকে এবং আমাদেরকে ছেড়ে আজ তিনি পরলোক গমন করলেন।

এই ঘটনায় শোকাহত হয়ে অঙ্কুশ হাজরা লিখেছেন, “তোমার মতো মনের মানুষ খুব কম দেখেছি। তোমার মতো অভিনেতা খুব কম দেখেছি। তোমার সঙ্গে কালিম্পংয়ে কাটানো সেই সব মজার ঘটনা আজও মনে পড়ে। খুব খুব মিস করব। আদরগুলো মিস করব।” এছাড়াও অনেকেই তাঁর মৃত্যুতে শোকাহত হয়ে দুঃখের কথা জানিয়েছেন।