লক ডাউন, করোনা ভাইরাস, পশ্চিমবঙ্গ , বাস পরিষেবা
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আগামীকাল থেকে টানা ১৫ দিন রাজ্য জুড়ে জারি হল লক ডাউন। তার সাথে সাথেই রাত ৯ টা থেকে ভোর ৫ টা অবধি চলবে নাইট কার্ফু। এমত অবস্থায় আজ যাতে সকলে স্বাভাবিক ভাবে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন সেদিকে লক্ষ রেখেছে রাজ্য সরকার। যাত্রীদের অযথা তাড়াহুড়ো না করতে বলেছেন। কারণ আজ রাজ্যের পরিবহণ দফতরের নির্দেশে অনেক রাত অবধি চালু থাকবে বাস এবং মিনি বাস পরিষেবা।

বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় টানা ১৫ দিন লক ডাউনের পথে হেঁটেছে রাজ্য। শুধু মাত্র জরুরী পরিষেবা এবং অন্যান্য কিছু অতি গুরুত্বপূর্ণ পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত পরিষেবা। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে নাইট কার্ফু।

এমত অবস্থায় আজ নিত্য যাত্রী, অফিস যাত্রী এবং সাধারণ মানুষরা যাতে সুস্থ এবং স্বাভাবিক ভাবে নিজেদের গন্তব্য স্থলে পৌঁছতে পারেন সেদিকে নজর রেখেই রাজ্য সরকার এবং পরিবহণ দফতর রাজ্যের বাস এবং মিনি বাস সংগঠনের সাথে জরুরী আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে আজ অর্থাৎ শনিবার অনেক বেশী রাত অবধি চালু থাকবে রাজ্যের বাস এবং মিনি বাস পরিষেবা।

রাজ্যসরকারের এই আবেদনে সাড়া দিয়ে বাস মালিক সংগঠন অনেক রাত অবধি বাস এবং মিনি বাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরও জানানো হয়েছে যে প্রয়োজনে চালু করা হবে অতিরিক্ত বাস পরিষেবা।

যেহেতু লোকাল ট্রেন প্রায় অনেক দিন আগে থেকেই বাতিল করা হয়েছে, ফলে সাধারণ মানুষ যাতে নিজেদের কর্মস্থল থেকে বিনা হয়রানি এবং তাড়াহুড়ো না করে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে সেদিকে নজর রেখেছে রাজ্য সরকার।