আগামীকালের আবহাওয়ার খবর, আগামীকালের আবহাওয়া, আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস
আগামীকালের আবহাওয়া: আজ মধ্যরাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বাংলা | ছবি - সংগৃহীত

আবহাওয়া আপডেটঃ- সরস্বতী পুজোর আগে বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মধ্যরাত থেকে আগামী ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টির দেখা মিলবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কবার্তা।

আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ মধ্যরাত থেকে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের সমস্ত জেলাগুলিকে হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাসঃ-

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়ার খবর, আগামীকালের আবহাওয়া, আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস
আগামীকালের আবহাওয়া: আজ মধ্যরাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বাংলা | রিপোর্ট – Windy

দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাসঃ-

দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং বাঁকুড়া জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাযগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে।

আজকের আবহাওয়ার খবরঃ-

আজ রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ থাকলেও শুধুমাত্র উত্তরবঙ্গে সব কয়টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে।

আজকে কলকাতার আবহাওয়াঃ-

আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিনের তুলনায় আজ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি অনুভব করবেন শহরবাসী।