পশ্চিমবঙ্গ ডেস্কঃ স্বাস্থ্য দপ্তরের বদলি নীতি নিয়ে বহুবার আবেদন জানিয়েছিলেন চিকিৎসক। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বদলি নীতিতে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ থাকার কারণে, স্বাস্থ্য দপ্তরকেই কাঠ গড়ায় তুলে দিলেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য।
নিজের কর্ম জীবন নিয়ে হতাশার জরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য। জানা গিয়েছে, ৪০ বছর ওই চিকিৎসকের একটি আট বছরের সন্তান রয়েছে। স্বামীও পেশায় চিকিৎসক। স্বামী মুর্শিদাবাদের নামী স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য্য প্রথম আট বছর মেদিনীপুর মেডিকেল কলেজে কাজ করেছেন।
তবে ইতিমধ্যে তাকে বদলি করা হয় ডায়মন্ড হারবারে। দীর্ঘ সময় ধরে মেদিনীপুর মেডিকেল কলেজে কাজ করার পরও কোনো রকম পদোন্নতি ছাড়াই তাকে বদলি করা হয়। স্বাস্থ্য দপ্তরের এই বদলী নীতিকেই গড়ায় তুলে আত্মঘাতী হলেন চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য। গত ১৬ ই আগস্ট স্বাস্থ্য দপ্তরে ফোন করে নিজের কর্ম জীবন থেকে অবসর নিয়ে গায়ে এলকোহল ঢেলে, আগুন ধরিয়ে দিলেন চিকিৎসক। এরপর তার পরিজনেরা তাকে তড়িঘড়ি করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন।
প্রায় দুই সপ্তাহ ধরে দগ্ধ শরীর নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন অবন্তিকা। দু সপ্তাহ বাদে অবশেষে সোমবার রাতে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই চিকিৎসক।
এমন পদক্ষেপ নেওয়ার আগে চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য্য ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘কিভাবে শান্তি পাব? চাকরি ছেড়ে দিলে? দীর্ঘ আট বছর ধরে জেলায় কাজ করার পর, কোনও পদোন্নতি ছাড়াই আবারও সেই জেলাতেই বদলি করা হল। এভাবে আর পারছি না।’ চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্য এমন পদক্ষেপ নিতে বাধ্য হওয়ায়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন চিকিৎসকরা।