পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- আগামীকাল ভোট আর আজকে হয়ে যেতে পারে তৃণমূল নেতার প্রার্থীপদ বাতিল। মস্ত বড় অসুবিধার মধ্যে পড়তে পারেন পূর্ব মেদিনীপুরের খেজুরির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস। পার্থবাবু বেআইনিভাবে দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ করে হাইকোর্টে গেলেন তার প্রথম স্ত্রী।
তৃণমূল নেতা পার্থপ্রতিম দাসের মনোনয়ন বাতিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার প্রথম স্ত্রী। পার্থপ্রতিম দাস এর প্রথম স্ত্রী লিপিকা দাস অভিযোগ করেছেন দুজনের মধ্যে এখনো বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তার মীমাংসা এখনো হয়নি। কিন্তু মীমাংসার আগেই পার্থ বাবু আরেকটি বিয়ে করেছেন। যা আইনত অপরাধ।
লিপিকা দেবী আরো জানান যে তার স্বামী নির্বাচন কমিশনের কাছে হলফনামায় তার দ্বিতীয় বিয়ের কথা আত্মগোপন করেছেন। এর আগে এই অভিযোগ নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে গেলেও সেখানে কোনো সুফল মেলেনি। তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল প্রার্থী স্ত্রী লিপিকা দাস। এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে বেকায়দায় পড়তে পারেন তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস।
শুধুমাত্র দ্বিতীয় বিয়ে নয় আরও অভিযোগ এনেছেন খেজুরির তৃণমূল প্রার্থীর স্ত্রী। নির্বাচন কমিশনকে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস তার সঠিক সম্পত্তির পরিমাণ জানাননি বলেও অভিযোগ করেছেন তার স্ত্রী দীপিকা দাস। তার স্বামীর একটি বাইক আছে সেই তথ্যটি লুকিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তা নিয়েও অভিযোগ করেছেন তার স্ত্রী।
যদিও এর আগে পার্থপ্রতিম দাস তার স্ত্রী লিপিকা দাস সম্বন্ধে জানিয়েছিলেন যে তার শ্বশুর বাড়ির লোক তার স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়েছে। কিন্তু ভোটের মাত্র একদিন আগে তীরে এসে তরী ডোবার মত অবস্থা হতে পারে তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস এর জন্য।