পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ বঙ্গে চলছে অষ্টম দফার বিধানসভা নির্বাচন। চারটি জেলায় ৩৫ টি আসনে চলছে ভোট। তবে অষ্টম দফার ভোট এর সঙ্গে জুড়ে গেল আরেকটি আসন।
গত ১০ ই এপ্রিল চতুর্থ দফার ভোটের দিনে রীতিমতো রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে। চতুর্থ দফার ভোটের দিন সাত সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে গুলির আঘাতে মৃত্যু হয় ১৮ বছর বয়সের এক তরুণের। এই ঘটনায় অভিযোগের তীর তীর উঠেছিল তৃণমূলের দিকে।
এরপর পরিস্থিতি সামাল দিতে কোচবিহারের শীতলকুচি ১২৬ নম্বর বুথে নিরাপত্তার জন্য অধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। তবে কেন্দ্রীয় বাহিনীদেরকে ঘেরাও করে আক্রমণ করতে আসে স্থানীয় বাসিন্দারা। প্রাণ রক্ষার তাগিদে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল চার যুবক। জানা যায় ওই চার যুবক তৃণমূল সমর্থক ছিলেন।
তবে ওই ঘটনার পর শীতলকুচি ১২৬ নম্বর বুথে আর ভোট হয়নি। ১২৬ নম্বর বুথে থেমে থাকা ভোট পুনরায় করবার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। অষ্টম দফার ভোটের দিন অর্থাৎ ২৬ শে এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ অষ্টম দফার নির্বাচন ভোটের দিনেই ভোটগ্রহণ চলছে শীতলকুচির ১২৬ নম্বর বুথে।
তবে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ প্রীতম রায় আজ ভোটের দিনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন। তৃণমূলের অভিযোগ, ১২৬ নম্বর বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থী দলীয় পতাকা লাগিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করেন। এরপর তৃণমূল প্রার্থী পার্থ প্রীতম রায় চটে যান। এরপর তিনি পুলিশের দিকে আঙ্গুল তুলে চরাও সুরে বলেন, “যেই আইসি এত বাহুদুরি দেখাচ্ছিল, সে এখন কোথায়? এখানে দায়িত্বে কে আছে? বিজেপির প্রার্থী ফ্ল্যাগ নিয়ে ঢুকল কীভাবে?” এরপর তৃণমূল প্রার্থী আরও বলেন, ‘আপনারা কি এখানে কমিশনের দালালি করছেন?”
ফের আর একবার উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। কিন্তু পুলিশ কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।