রাজ চক্রবর্তী, টিএমসি, রাজ, raj chakrabarty, tmc
ছবিঃইন্সটাগ্রাম

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ষষ্ঠ দফার ভোট পর্বে সকাল থেকে উঠে আসছে বিভিন্ন অশান্তির ছবি। উত্তপ্ত দমদমের পর এবার ব্যারাকপুর। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী কে ঘিরে বিক্ষোভ শুরু হলো।

সকাল থেকেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শঙ্কর বনিক কলোনি এলাকায় ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি সমর্থকরা।

রাজ চক্রবর্তী কে দেখে তারা ‘গো ব্যাক’ স্লোগান দিতে করতে থাকে। এমনকি বিজেপি সমর্থকরা তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করে।

আজ বৃহস্পতিবার সকালে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী। তারপর থেকেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করে চলেছেন তিনি। তাকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করে ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি সমর্থকরা।

এই ঘটনায় পদ্মফুল শিবিরের দাবি, ‘তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী বাইরের লোক। তিনি কেন এখানে আসবেন। ওনার সঙ্গে যারা রয়েছেন তারাও বহিরাগত বলে জানিয়েছেন বিজেপি সমর্থকরা।’ তৃণমূল সমর্থক দের মতে, ‘এলাকায় উত্তেজনা ছড়াতেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী।’ রাজকে দেখেই ‘জয় শ্রী রাম’ স্লোগান ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে তারা।

এই পরিপেক্ষিতে রাজ চক্রবর্তী কটাক্ষ করে জানিয়েছেন, “যারা ‘গো ব্যাক’ স্লোগান দিচ্ছেন তারা নিজেরাও জানে যে কেন স্লোগান দিচ্ছেন। পাক্কা হারছে বলেই এ ধরনের বিক্ষোভ দেখাতে শুরু করেছে।” এই বিক্ষোভের ঘটনায় ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস ঘটনাস্থলে যান এবং তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী কে নিয়ে বেরিয়ে আসেন।

অন্যদিকে ব্যারাকপুরে সংসদ অর্জুন সিং কে এই ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি বলেন “কোনো নেতাকে গো ব্যাক স্লোগান কাম্য নয়। কিন্তু ওনার স্ত্রী করণা পজিটিভ আর উনি ঘুরে বেড়াচ্ছেন এইজন্যই বিজেপি কর্মীরা ওনার বিরুদ্ধে এই স্লোগান দিচ্ছেন।”