mamata banerjee, yogi adityanath, উত্তরপ্রদেশ উন্নয়ন
উত্তরপ্রদেশের উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ছবি, যোগী আদিত্যনাথকে তুলধনা তৃণমূল কংগ্রেসের | ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ একি আজব কান্ড! উত্তরপ্রদেশের উন্নয়নে কলকাতার ছবি! উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আমলে নাকি ব্যাপক উন্নয়ন হয়েছে। তা নিয়েই খবরের কাগজের প্রথম পাতাতেই একেবারে বড় করে বিজ্ঞাপন বেরিয়েছে। খবরের কাগজের প্রথম পাতা জুড়ে রয়েছে যোগী আদিত্যনাথ এর ছবি। তারই সঙ্গে রয়েছে কলকাতার মা উড়ালপুল। ফটোতে সাফ সাফ দেখা যাচ্ছে কলকাতার হলুদ ট্যাক্সিও। কিন্তু এটা হলো কি করে ?

যোগী আদিত্যনাথ এর নেতৃত্বে উত্তর প্রদেশ কি কি উন্নয়ন হয়েছে তা নিয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞাপন বেরিয়েছে। সেই বিজ্ঞাপনে আবার লেখা রয়েছে “ট্রানসফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ।” যোগী আদিত্যনাথ এর ওই বিজ্ঞাপনটিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। ওই বিজ্ঞাপনে যোগী আদিত্যনাথ এর পায়ের কাছে যে ব্রিজটি রয়েছে তা কলকাতার উড়ালপুলের। আর সেই কারণেই এবার পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন রাজ্যের শাসক দল।

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিজ্ঞাপনটিকে নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে একটি টুইট করে বলেন, “বিজেপি সবচেয়ে শক্তঘাঁটি উত্তরপ্রদেশেই মুখ থুবড়ে পড়েছে ডবল ইঞ্জিন সরকার। এবার সেটা প্রকাশ্যে চলে এল।” তৃণমূলের একাধিক নেত্রীও কর্মী-সমর্থকেরা এদিন বিজেপিকে নিশানায় নিয়ে বলেন, “বাংলায় কোনো রকম উন্নয়ন হয়নি বলেই এতদিন ধরে দাবি করে আসছিল বিজেপি সরকার। তবে বিজেপি শাসিত রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে তা এই বিজ্ঞাপনের মাধ্যমেই বোঝা যাচ্ছে।”

এর পাশাপাশি তারা আরও বলেন, “কতটা উন্নয়ন হয়েছে, তা বোঝাতে এরাজ্যের ছবিকেই হাতিয়ার করে তুলেছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার। এটা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে গোটা দেশে উন্নয়নের সঠিক মডেল গঠিত হয়েছে পশ্চিমবঙ্গে।” এর পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকরা আরও জানান, এই কারণেই মিথ্যাচারীদের দল থেকে বেরিয়ে এসেছেন মুকুল রায় এছাড়াও অনেক তাবড় তাবড় নেতারা।