পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগেই ফের বড় ধাক্কা তৃণমূল শিবিরে। শেষ ভোটের আগেই দল ছাড়লেন তৃণমূলের হেভিওয়েট নেতা উপেন বিশ্বাস। এর আগে একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা দল ছেড়ে বেরিয়ে গেছেন। এবারে সেই দলেই নাম লেখালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস উপেন বিশ্বাস।
২৯ শে এপ্রিল রাজ্যে শেষ দফা ভোটের আগে অর্থাৎ আজ ২৮ শে এপ্রিল তৃণমূল কংগ্রেস কে ফের ধাক্কার মুখে ফেলে দিল তৃণমূলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে দল ছাড়লেন তিনি। যদিও দল ছাড়ার কারণ এখনও জানা যায় নি।
পশ্চিমবঙ্গে বিধান সভা ভোটের আগে থেকেই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষ বিজেপি এর মধ্যে শুরু হয়ে গিয়েছিল চরম অশান্তি। প্রথম থেকেই একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা দল ছাড়ছিলেন। যোগ দিচ্ছিলেন বিজেপিতে। এছাড়াও ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল বিজেপি অশান্তি যেন এক অন্য মাত্রা নিয়েছে।
শেষ দফা ভোট গ্রহণের আগে সেই অশান্তি আবারও অন্য রূপ নিল। শেষ ভোটের আগে ফের দল ছাড়লেন তৃণমূলের নেতা তথা প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস। যদিও এই প্রসঙ্গে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূলের তরফে কোনও বক্তব্য এখনও সামনে আসেনি।
শেষ দফা ভোটের আগে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী দল ছাড়া কে ভালো চোখে দেখছে না রাজনৈতিক মহল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ইতিমধ্যেই বলতে শুরু করেছেন তৃণমূলের এই নেতার দল ছাড়া তৃণমূলের আসন্ন পতনের লক্ষণ।