পশ্চিমবঙ্গ ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনী ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিয়েছেন।
নিয়ম মতো খুঁটিনাটি সমস্ত কিছুই পেশ করেছেন নির্বাচন কমিশনকে। মনোনয়ন পেশ করার পর সামনে এলো মুখ্যমন্ত্রী মমতার সম্পত্তির পরিমাণও। ২০২১ এর বিধানসভা নির্বাচনের হলফনামায় পেশ করা রিপোর্ট অনুযায়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ টাকার অংকে ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির যথেষ্ট অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের ভোটের হলফনামায় জমা দেওয়ার রিপোর্ট অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মোট সম্পত্তির পরিমান ছিল ৩০ লক্ষ ৪৫ হাজার ১৩ টাকা। বর্তমানে তৃণমূল সুপ্রিমোর সম্পত্তি ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা। ৫ বছরে কমেছে ৪৫.৮ শতাংশ।
একুশের নির্বাচনে ভোটে লড়াই করছেন তাদের মধ্যে সম্পত্তির পরিমাণ কমেছে শুধু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরই নয়। তারই সঙ্গে আরও দুই তৃণমূল নেতা ও নেত্রীর সম্পত্তির পরিমাণ কমেছে। মমতা ভূঁইয়া এবং সুকুমার দে যারা একুশের ভোটে তৃণমূলের হয়ে লড়াই করছেন এবং মমতা ভূঁইয়ার সম্পত্তির পরিমাণ কমেছে ৩৭.৫৩ শতাংশ এবং সুকুমার দে এর সম্পত্তির পরিমাণ কমেছে ৩৬.১৮ শতাংশ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা জমা দিতে গিয়ে তিনি জানিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর নিজস্ব কোনো গাড়ি নেই। তার নিজস্ব চাষের কোনো জমি নেই। পৈতৃক সূত্রে কোন সম্পত্তির মালিকানা ও নন তিনি। ব্যাংকে কোন প্রকার ঋণ ও নেই তৃণমূল সুপ্রিমোর।
তিনি জানিয়েছেন মনোনয়ন পেশ করার সময় তার হাতে রয়েছে নগদ ৫৯ হাজার ২৫৫ টাকা এবং ব্যাংকে রয়েছে ১৩ লক্ষ ৫৩ হাজার টাকা। এছাড়াও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম এর মত সোনার গয়না রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
তবে তৃণমূল সুপ্রিমো সম্পত্তির পরিমাণ কমলেও তৃণমূলেরই একাধিক নেতার সম্পত্তির পরিমাণ বেড়েছে কয়েক গুণ।কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সম্পত্তির পরিমান আকাশ ছুঁয়েছে। মন্টুরাম পাখিরার সম্পত্তির পরিমান প্রায় ৭৩৫.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।