narada, নারদা মামলা, নারদা কান্ড, সিবিআই, নিজাম প্যালেস, টায়ার পুড়িয়ে বিক্ষভ তৃণমূলের
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বেলা যতই গড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে অশান্তির ছবি। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নারদা কান্ডে তৃণমূলের তিন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করায় রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রতিবাদি বিক্ষোভ।

নারদা কাণ্ডের জেরে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখার্জি এবং তৃণমূলের বিধায়ক মদন মিত্র এছাড়াও একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপি দলত্যাগী শোভন চট্টোপাধ্যায় কে নিজাম প্যালেস গ্রেফতার করা হয়েছিল। তারপর থেকেই রাজ্যজুড়ে নতুন কর্মসূচি শুরু হয় তৃণমূলের। বিভিন্ন স্থানে তৃণমূলের সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। নিজাম প্যালেস এর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘাসফুল বাহিনী। রীতিমতো সেখানে রণক্ষেত্রের ময়দান সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ “আশা করি আইন-শৃঙ্খলাহীন পরিস্থিতির পরিণতি কি তা আপনি জানেন” – রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত রাজ্যপালের

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর শুরু হয় ইটবর্ষণ। তারই মধ্যে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে গিয়ে ধর্নায় বসেছিলেন। কার্যত তার জেরেই ঘাসফুল শিবিরের কর্মীরা বিক্ষোভ এর মাত্রা আরও বাড়িয়ে তোলে। বিভিন্ন স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। করোনা পরিস্থিতির মধ্য দিয়েও কোভিড বিধি লঙ্ঘন করে চলেছে বিক্ষভ দেখিয়েছে ঘাসফুল শিবিরের সমর্থকরা।

উল্লেখ্য, গোটা রাজ্য জুড়ে লকডাউন জারি করা হয়েছে ৩০ শে মে পর্যন্ত। তবে আজ তার দ্বিতীয় দিন। এরইমধ্যে আজ লকডাউন ভঙ্গ করে বিক্ষোভ দেখাতে শুরু করে শাসক দলের কর্মী সমর্থকরা। গোটা বিষয়টাকেই রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে ঘাসফুল শিবির। নারদা কান্ডে তৃণমূল নেতা মন্ত্রীদের কে গ্রেফতার করায় হুগলির কোন্নগরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘাসফুল বাহিনী। এছাড়াও আসানসোলের সিটি বাস স্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।

আরও পড়ুনঃ “শুভেন্দু ও মুকুলকে গ্রেফতার না করা হলে, আগুন জ্বলবে বাংলায়” হুঁশিয়ারি ঘাসফুল শিবিরের

রাজ্যের বিভিন্ন জেলায় আজ বিক্ষোভ কর্মসূচি চলেছে শাসকদলের। বেলা যতই গড়িয়ে জ্বলেছে বিক্ষোভের পরিমানও ততই বেড়ে চলেছে। উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এবং মালদহের চাঁচোলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল সর্মথকরা।