Soham Chakraborty, tmc candidate,
ছবিঃ ফেসবুক

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ রাজ্যে একুশের বিধানসভার দ্বিতীয় দফার ভোট। ভোট কেন্দ্রগুলি কেমন অবস্থা সেগুলো খতিয়ে দেখতে বুথ পরিদর্শনে বেরিয়েছেন তৃণমূল প্রার্থীরা।

এদিন সকালে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী। দ্বিতীয় দফার ভোটের দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার মহাম্মদপুর ১ নম্বর ব্লকে বুথ পরিদর্শনে যান চন্ডিপুরের তৃণমূল তারকা প্রার্থী সোহম চক্রবর্তী।

তিনি মোহাম্মদপুর ১ নম্বর ব্লকে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে ঘিরে বিজেপি সমর্থকরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, আমাকে নিশানা করেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে বিজেপি সর্মথকরা। সেই স্লোগানের বিরুদ্ধে কোনো বিক্ষোভ দেখাননি তৃণমূল তারকা প্রার্থী।

আরও পড়ুনঃ ফের বড় পরিবর্তন দেশের অর্থনীতিতে, জানালেন অর্থমন্ত্রী নির্মালা সীতারামাণ

তিনি ঠান্ডা মাথায় বুধ পরিদর্শন করে নিজস্ব গাড়িতে গিয়ে বসেন। বিজেপি সমর্থকরা তার পিছু নেয় এবং গাড়ির সামনে গিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে। এমন আক্রমণ করায় তৃণমূল তারকা প্রার্থীর নিরাপত্তা রক্ষাকারীরা তাদেরকে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয়। শেষমেশ তারা নিরাপত্তা রক্ষাকারীদের কথা বিজেপি সমার্থকরা অমান্য করায়।

ক্ষুব্দ হয়ে তৃণমূল তারকা প্রার্থী সোহম চক্রবর্তী গাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর তিনি মোহাম্মদপুর ১ নম্বর ব্লকের ভোট কেন্দ্রে যান এবং কেন্দ্রীয় বাহিনীদের কে তিনি জানান। বুধ কেন্দ্র এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও বিজেপি সমর্থকরা কিভাবে তার উপর হামলা করে ? এমন প্রশ্ন করায় কেন্দ্র বাহিনী বিজেপি সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়।

দ্বিতীয় দফার ভোটের লাইভ আপডেট পেতে চোখ রাখুন poschimbongo.com -এ।