প্রশান্ত কিশোর, অমিত মালব্য, মতুয়া, বিজেপি, তৃণমূল, বিধানসভা ভোট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বিধানসভা ভোটের চতুর্থ দফা ভোট পর্ব চলছে আজ। সকাল থেকেই তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে রীতিমত উত্তাল সারা রাজ্য। এমত অবস্থায় তৃণমূল কংগ্রেসের মাস্টারমাইন্ড প্রশান্ত কিশোরের বিতর্কিত অডিও ক্লিপ কে ঘিরে নড়েচড়ে বসেছে বঙ্গ রাজনীতি।

বাংলায় তৃণমূল কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর দিল্লীতে থাকা নিজের সাংবাদিক বন্ধুদের সাথে আলোচনা করেন যে, এবারে বাংলায় আসতে চলেছে বিজেপি সরকার। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি অডিও টুইট করেন  এবং সেই টুইটে রেকর্ডেড অডিও ক্লিপ সবার সামনে আনেন। এই অডিও টুইট এ প্রশান্ত কিশোরের কণ্ঠ স্পষ্ট। সেই অডিওতে বলতে শোনা গেছে যে, বাংলায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জনপ্রিয় নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমান জনপ্রিয় বাংলায়।

এছাড়াও সকলেই বলছে যে, বিজেপি এবার সরকার গঠন করছে বাংলায়। এমনকি বামেদের ভোটও পড়ছে বিজেপির দিকে এমনটাই মত সকলের। এছাড়াও বাংলায় বিধানসভা নির্বাচনে কয়েকটি জিনিস উঠে এসেছে সেগুলো হল নরেন্দ্র মোদী, হিন্দি ভাষী, এসসি ভোট এবং মেরুকরণ, এই সমস্ত কিছুই ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করছেন সকলে।

এছাড়াও অমিত মালব্যের অডিও ক্লিপে আরও শোনা গেছে যে, “মোদীর নামে ভোট হচ্ছে। হিন্দুরা ভোট দিচ্ছে বিজেপিকে। মেরুকরণ, মোদী, হিন্দিভাষী, এসসি এগুলই ভোটের ইস্যু। শুভেন্দু চলে গিয়েছে বা প্রশান্ত কিশোর এসেছে। এগুলি কোনও প্রভাবই ফেলবেনা। মোদী এখানে জনপ্রিয়। হিন্দিভাষীদের এক কোটির বেশী ভোট রয়েছে। দলিত ২৭ শতাংশ। আর তারা সবাই বিজেপির পাশে। এর সঙ্গে মেরুকরণ তো আছেই।”

এছাড়াও মতুয়া ভোটের প্রসঙ্গ আসলে তিনি বলেন যে, মতুয়া ভোট সবটাই পড়বে বিজেপির দিকে। এছাড়া বিজেপির সরকার গঠনের আর একটি দিক হল বিজেপির জনপ্রিয়তা এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এখন অপেক্ষা শুধু ২ রা মে। তারপরই বোঝা যাবে বাংলায় কে সরকার গড়ছে।

এই অডিও ক্লিপের সত্যতা পশ্চিমবঙ্গ ডট কম যাচাই করে নি।