পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বিধানসভা ভোটের চতুর্থ দফা ভোট পর্ব চলছে আজ। সকাল থেকেই তৃণমূল এবং বিজেপি সংঘর্ষে রীতিমত উত্তাল সারা রাজ্য। এমত অবস্থায় তৃণমূল কংগ্রেসের মাস্টারমাইন্ড প্রশান্ত কিশোরের বিতর্কিত অডিও ক্লিপ কে ঘিরে নড়েচড়ে বসেছে বঙ্গ রাজনীতি।
বাংলায় তৃণমূল কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর দিল্লীতে থাকা নিজের সাংবাদিক বন্ধুদের সাথে আলোচনা করেন যে, এবারে বাংলায় আসতে চলেছে বিজেপি সরকার। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি অডিও টুইট করেন এবং সেই টুইটে রেকর্ডেড অডিও ক্লিপ সবার সামনে আনেন। এই অডিও টুইট এ প্রশান্ত কিশোরের কণ্ঠ স্পষ্ট। সেই অডিওতে বলতে শোনা গেছে যে, বাংলায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জনপ্রিয় নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমান জনপ্রিয় বাংলায়।
Is it open?
That moment when Mamata Banerjee’s strategiest realised that the Club House room was open and his admissions were being heard by the public at large and not just a handful of Lutyens journalist.
Deafening silence followed…
TMC’s election was just thrown away! pic.twitter.com/2XJ4RWbv3K
— Amit Malviya (@amitmalviya) April 10, 2021
এছাড়াও সকলেই বলছে যে, বিজেপি এবার সরকার গঠন করছে বাংলায়। এমনকি বামেদের ভোটও পড়ছে বিজেপির দিকে এমনটাই মত সকলের। এছাড়াও বাংলায় বিধানসভা নির্বাচনে কয়েকটি জিনিস উঠে এসেছে সেগুলো হল নরেন্দ্র মোদী, হিন্দি ভাষী, এসসি ভোট এবং মেরুকরণ, এই সমস্ত কিছুই ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে মনে করছেন সকলে।
Modi is hugely popular in Bengal and there is no doubt about it. There is a cult around him across the country.
There is anti-incumbency against TMC, polarisation is a reality, SC votes is a factor plus BJP’s election machinery, says Mamata Banerjee’s strategist in an open chat. pic.twitter.com/Vrl8vl231b
— Amit Malviya (@amitmalviya) April 10, 2021
এছাড়াও অমিত মালব্যের অডিও ক্লিপে আরও শোনা গেছে যে, “মোদীর নামে ভোট হচ্ছে। হিন্দুরা ভোট দিচ্ছে বিজেপিকে। মেরুকরণ, মোদী, হিন্দিভাষী, এসসি এগুলই ভোটের ইস্যু। শুভেন্দু চলে গিয়েছে বা প্রশান্ত কিশোর এসেছে। এগুলি কোনও প্রভাবই ফেলবেনা। মোদী এখানে জনপ্রিয়। হিন্দিভাষীদের এক কোটির বেশী ভোট রয়েছে। দলিত ২৭ শতাংশ। আর তারা সবাই বিজেপির পাশে। এর সঙ্গে মেরুকরণ তো আছেই।”
Another candid admission by Mamata Banerjee’s election strategist – all that the Left, Congress and TMC ecosystem have done in the last 20 years is Muslim appeasement.
Implication? It has resulted to resentment on ground. The speakers had not realised that the chat was public! pic.twitter.com/2kyLsQXYyi
— Amit Malviya (@amitmalviya) April 10, 2021
এছাড়াও মতুয়া ভোটের প্রসঙ্গ আসলে তিনি বলেন যে, মতুয়া ভোট সবটাই পড়বে বিজেপির দিকে। এছাড়া বিজেপির সরকার গঠনের আর একটি দিক হল বিজেপির জনপ্রিয়তা এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এখন অপেক্ষা শুধু ২ রা মে। তারপরই বোঝা যাবে বাংলায় কে সরকার গড়ছে।
এই অডিও ক্লিপের সত্যতা পশ্চিমবঙ্গ ডট কম যাচাই করে নি।