মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী,
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দিনই নন্দীগ্রামকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তুমুল সংঘর্ষ ইতিমধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। তারি মধ্যে তৃণমূল কংগ্রেসের একটি টুইট ঘিরে আবারও মোদী মমতা সম্মুখ সমর নিয়ে লোকের মধ্যে জল্পনা এবং উন্মাদনা দুটোই তৈরি হয়েছে।

২০২১ শের বিধানসভা নির্বাচনকে ঘিরে যে হাই ভোলটেজ ড্রামা শুরু হয়েছে তাকে আরও উস্কানি দিয়েছে একটি নতুন টুইট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা টুইটে বলা হচ্ছে যে, ২০২১ শে মোদীজি বাংলার মানুষকে নাকি বিভ্রান্ত করেছেন। কিন্তু এবারে সেটা আর না করে ২০২৪ শের লোকসভা নির্বাচনে নিজের আসনটাকে যেন সুনিশ্চিত করেন মোদীজি।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং দাবী হল এই যে, ২০২১ শের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিত সুনিশ্চিত। কিন্তু ২০২৪ শের বারানসী থেকে লোকসভা নির্বাচনের জন্য যেন মোদীজি প্রস্তুত হন এবং নিজের জন্য যেন একটি নিরাপদ স্থান বেছে নেন। এই টুইট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।

অনেকেই মনে করছেন হয়তো ২০২৪ শের লোকসভা নির্বাচনে মোদীজির বিরুদ্ধে লড়তে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও মোদীজি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আরও একটি বুথ থেকে ভোটে লড়াই করার আহ্বান দেন। কারণ মোদীজি মনে করেন যে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবার হেরে যাবেন।

মোদীজির এই প্রস্তাবকে ঘিরেই আবারও জল্পনা সমস্ত রাজনৈতিক মহলে। সকলেই প্রশ্ন তুলেছেন যে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় আরও কোনও বুথ থেকে প্রার্থী হতে চলেছেন ? ২০২৪ শের লোকসভা নির্বাচনে কি তবে মোদীজির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়তে দেখা যাবে ? এই প্রশ্নের উত্তরে বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায় জানান,” এই বিষয় দল যা ভাববে তাই ঠিক হবে। সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন এই বিষয় আমরা ১০০ শতাংশ আশাবাদী। বিজেপির নরেন্দ্র মোদী বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন। মানুষ তা মেনে নেবে না।” এই প্রসঙ্গে মোদীজি কি বলেন সেটাই এখন অপেক্ষার।