dilip ghose, BJP, mamata banerjee, tmc
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আজ শনিবার বঙ্গের পাঁচটি জেলাতেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচন ভোট। অনেক প্রতীক্ষার পর শনিবার সকাল হতে না হতেই শুরু হলো মহাযুদ্ধ।

ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর মাতৃভূমিতে আজ প্রথম দফার ভোট। পাঁচটি জেলায় ৩০ টি আসনে হচ্ছে ভোটগ্রহণ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আজ সকালে ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে দেখা গিয়েছে। তিনি ভোট দান করার পর সংবাদমাধ্যম ও সাক্ষাৎকারীদের সামনে দিলেন হুঁশিয়ারি বার্তা।

বিভিন্ন কেন্দ্র থেকেই গেরুয়া শিবিরের হয়ে উঠে আসছে অভিযোগ। বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা করছে বলে অভিযোগ। এছাড়াও ইভিএম খারাপ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছে বিরোধী রাজনৈতিক দল। এই সব অভিযোগের বিরুদ্ধে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, “মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরিয়ে এসে ভোট দিচ্ছেন। তাদেরকে তো কেউ ভয় দেখাচ্ছে না। এমনকি ভোট দিতে এসে তাদের কোনো অভিযোগ নেই।”

এছাড়াও দিলিপ বাবু জানিয়েছেন, “কিছু লোক রয়েছে যারা শুধু অভিযোগই করেন। তাদের কাজই এটা। তারা দেখানোর চেষ্টা করছে বড়োসড়ো গন্ডগোল বেঁধেছে ভোট কেন্দ্রে। ওরা বলছে বাড়িতে গিয়ে নাকি হুমকি দিচ্ছে বিজেপি কর্মীরা। এখানে কেন্দ্র বাহিনী তো রয়েছে। প্রকৃত অর্থে যদি এমনই ঘটনা ঘটে থাকে তাহলে কেন্দ্র বাহিনীর কাছে কেন এমন কোন অভিযোগ করছে না তারা।”

তিনি আরো জানিয়েছেন, ‘জঙ্গলমহলে ওরা খাতায় খুলতে পারবে না, যারা ভোটে হারছে তারা এসব করে প্রভাবিত করার চেষ্টা করছে। সংবাদমাধ্যম, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এখন তো ওদের নিশানায়। বুঝতে পেরেছে যে চেনা ছাকে ভোট লুট অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এরা। তাই গালাগালি দেওয়া আর হিংসা করা ছাড়া ওদের কোন রাস্তায় নেই’।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এলাকা থেকে তৃনমূল একটি আসনও পাবে না এমনটাই জানালেন তিনি। তিনি জানিয়েছেন, যারা অভিযোগ করে চলেছে তাদের কাজই অভিযোগ করা। কাজ না থাকলে যা হয় আর কি। বাংলার মানুষ বুঝেই ভোট দিচ্ছে। কাউকে ভয় দেখানোর দরকার নেই।