পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এবার উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হলো এক অভিনব প্রতিযোগিতা। যার নাম রাখা হয়েছে ‘মা নম্বর ওয়ান’। দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান খেলার মাধ্যমে এক বিশাল প্রতিযোগিতার আয়োজন করেন। তবে এর মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের রাজনৈতিক প্রচার।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। রান্নার প্রতিযোগিতা থেকে শুরু করে চুল বাঁধা, সেলাই এবং অন স্পট লুডো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় বিজয়িনী হয়েছেন এলাকারই মহিলারা। এর ফলে প্রত্যেকটি অংশগ্রহণকারী খুবই আনন্দিত। তাদেরকে শংসাপত্র সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে।
তবে বিরোধীদলের গলায় শোনা যাচ্ছে অন্য এক সুর। তাদের মতে এটি একটি বিরাট ষড়যন্ত্র। মানুষকে পুরস্কার দিয়ে লোভ দেখিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে ধরিয়ে দেওয়ার এক নতুন পদ্ধতি। তাদের মতে, এখনো সমাজে মায়েদের সম্মানহানি হচ্ছে। তাদের কোল থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাদের সন্তানদেরকে। অনাহারে অত্যাচারে নিপীড়িত হচ্ছে বহু মহিলা। তখন তৃণমূলের প্রকৃত কর্মদক্ষতা দেখতে চায় মানুষ।
কিন্তু দেগঙ্গার তৃণমূল কর্মী আনিসুর রহমান বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই মেয়েদের বিষয়ে তৎপর। তাই এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য ও মেয়েদেরকে সম্মানিত করার জন্য এই মা নামক অনুষ্ঠানটির প্রচলন করেছেন। এর মধ্যে কোন রাজনৈতিক অভিসন্ধি নেই।