পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনী সর্বদা এক মুখ্য ভূমিকা পালন করে। সেনা-কর্মীদের কাছে আমরা চিরকাল ঋণী। তাদের নিজেদের প্রাণ উপেক্ষা করে যেকোন বিপদে ঝাপিয়ে পড়ার মনোভাবের ফলেই আমরা আজ নিজেদের বাসস্থানে সুরক্ষিত জীবনযাপন করতে পারছি। কিন্তু এক রেলকর্মীর অসন্তোষজনক আচরণের ফলে সংকটজনক অবস্থায় সেনাবাহিনীর এক সদস্য। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বরেলি অঞ্চলে।
সূত্রের খবর, গুরুতর জখম হওয়া ওই সৈন্যবাহিনীর সদস্যের নাম সোনু এবং অভিযুক্ত টিটির নাম সুপন বোর। গতকাল সকাল নাগাদ ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসে এই মারাত্মক ঘটনাটি ঘটেছে। সোনু নামক ওই সৈনিক রাজধানী এক্সপ্রেস উপস্থিত ছিল। বরেলি স্টেশনে ট্রেন ঢোকার সাথে সাথে টিটি সুপন বোরের সাথে সোনুর কথা কাটাকাটি শুরু হতে থাকে।
জানা গিয়েছে, টিকিট সংক্রান্ত কারণের জন্যই তাদের বচসা হতে থাকে। হঠাৎ করেই টিটি নিজের রাগ সংযম করতে না পারার দরুন এই ঘটনাটি ঘটে যায়। স্টেশনের আশেপাশের লোকজন তার প্রত্যক্ষদর্শী। হঠাৎ করেই রাগের বশে টিটি ওই সেনাবাহিনীর কর্মীকে ট্রেনের বাইরে সজোরে ধাক্কা মারে। অপর প্রান্তে অন্য একটি ট্রেন আসার ফলে তার পা কাটা পড়ে।
যন্ত্রণায় ছটপট করতে থাকা সেনাকর্মীকে ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন নিকটস্থ একটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে জানান চিকিৎসকরা। তারা আরো জানান, অস্ত্র প্রচারের দ্বারা তার পা কেটে বাদ দিতে হয়েছে। অভিযুক্ত টিটির নামে খুনের অভিযোগে এফআইআর দায় করা হয়েছে। তবে জানা গিয়েছে, অভিযুক্ত পলাতক।