rakhi sawant, bollywood, রাখি সাওয়ান্ত, বলিউড
মায়ের ব্রেনে টিউমার এবং ক্যান্সার! কান্নায় ভেঙে পড়লেন রাখি সাওয়ান্ত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ টেলিভিশন জগতের এক পরিচিত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী হলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। এই অভিনেত্রী প্রায়ই বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছে রাখি সাওয়ান্তের এক ভিডিও নিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাখি একটি ভিডিও-র মাধ্যমে জানান, ফের আরও একবার ক্যান্সার রোগে আক্রান্ত তার মা।

বিগ বস হাউস থেকে বেরিয়ে একটি হসপিটাল থেকে ভিডিও পোস্ট করেন রাখি। সেই ভিডিওর মাধ্যমে তিনি সকলকে জানান, তাঁর মা ব্রেন টিউমার ও ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। আর তারপরেই রাখি হাউমাউ করে কাঁদতে শুরু করে। এর পাশাপাশি নেটদুনিয়ার সকলকে বলেন তাঁর মায়ের জন্য প্রার্থনা করতে। এর পাশাপাশি তিনি তাঁর মায়ের হসপিটালের বেডে শুয়ে থাকার এক ভিডিও পোস্ট করেন।

সূত্রের খবর, রাখি সাওয়ান্ত-এর মা ভর্তি রয়েছে মুম্বাইয়ের টাটা মেডিকেল হসপিটালে। রাখির মা জয়া বেদারের এই অসুস্থতা সম্পর্কে চিকিৎসক বলেছেন রাখির মায়ের বাম দিকটি পক্ষাঘাতগ্রস্ত। একটি নমুনা বের করে ল্যাবে পাঠানো হয়েছে। শুক্রবার নাগাদ ফলাফল আসবে। এর পরেই বোঝা যাবে তার কতটা রেডিয়েশন প্রয়োজন। তবে ক্যান্সার ফুসফুসেও ছড়িয়ে পড়েছে। এখনই অপারেশন করা সম্ভব নয়। এই মন্তব্যের ভিডিও পোস্ট করেন রাখি।

রাখি তাঁর মায়ের এই অসুস্থতার কথা জানিয়ে ক্যাপশনে লেখেন, মা হাসপাতালে ভালো নেই। সবাই প্রার্থনা মায়ের জন্য করুন। এর পাশাপাশি ভিডিওতে রাখিকে বলতে শোনা যায়, সবাইকে হাই, গত রাতেই বিগ বস মারাঠি সিজন ৪-এর ঘর থেকে বেরিয়ে এসেছি। তার পরেই জানতে পেরেছি মায়ের শরীর ভালো নেই।হাসপাতালে আছেন। অনুগ্রহ করে মায়ের জন্য দোয়া করবেন। একদম ভালো অনুভব করছেন না আমার মা। এই ভিডিওতে রাখি সাওয়ান্ত-এর সাথে দেখা যায় তার প্রেমিক ও তার ভাইকে।