tunisha sharma, tunisha sharma suicide, তুনিশা শর্মা, তুনিশা শর্মার আত্মহত্যা
শুটিং চলাকালীন মেকআপ রুমে আত্মহত্যা করলেন 'আলি বাবা দাস্তান-এ-কাবুল'-এর তুনিশা শর্মা

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ মারা গেলেন ‘আলি বাবা দাস্তান-এ-কাবুল’ সিরিয়ালের শেহজাদি মরিয়মের চরিত্রে অভিনীত তুনিশা শর্মা। সুত্রের খবর, অভিনেত্রী গত ২৪শে ডিসেম্বর টিভি অনুষ্ঠানের সেটেই আত্মহত্যা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২০ বছর।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তুনিশার মৃতদেহ তদন্ত হবে জেজে হাসপাতালে। তিনি আরো জানান, নয়গাঁওয়ে রামদেব স্টুডিওতে শুটিং চলাকালীন শটের ফাঁকে বিরতিতে অভিনেত্রী বাথরুমে যান। আর তারপরেই তিনি সেখানে ঝুলে আত্মহত্যা করেন। সেটে থাকা অন্যান্য লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়। এটি প্রাথমিক তথ্য। ঘটনাস্থলে তদন্ত চলছে।

পুলিশের দাবি, তুনিশা মেকআপ রুমের একটি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। এই ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করে। তার এক আত্মীয় তুনিশার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শ্যুটিংয়ের সেটে উপস্থিত থাকা একজন পুলিশ ইন্সপেক্টর জানিয়েছেন, মৃতদেহ এখন হাসপাতালে রয়েছে এবং শুরু হয়েছে তদন্ত। ওই সেটে উপস্থিত অন্য অভিনেতাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

২০ বছর বয়সী এই অভিনেত্রী তার কেরিয়ার শুরু করেছিলেন, ‘ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ’ দিয়ে। এছাড়াও ‘অশোক সম্রাট’, ‘গব্বার পুঞ্চওয়ালা’, ‘শের-ই-পাঞ্জাব – মহারাজা রঞ্জিত সিং’, ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ এবং ‘ইশক সুবহান আল্লাহ’-এর মতো মেগা সিরিয়ালগুলিতেও কাজ করেছেন। শুধু সিরিয়ালই নয়, অভিনেত্রী ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কাহানি ২’, ‘দুর্গা রানী সিং’ এবং ‘দাবাং ৩’-এর মতো বলিউড ছবিতেও কাজ করেছেন।

অভিনেতা করণবীর বোহরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেত্রীর মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সেট থেকে ভিডিও এবং ছবি পোস্ট করেছিলেন। আশিস শর্মা এবং অর্জুন বিজলানিও খবরটি শুনে হতবাক হয়ে যান এবং অভিনেতারা তাদের টুইটারে অনুভূতি প্রকাশ করেছেন। অভিনেতা সুমিত কাউল, অ্যালি গনি এবং সুজান বার্নেটও অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তুনিশার মৃত্যুতে গায়ক আরমান মালিক তার প্রতিক্রিয়া জানিয়েছেন।

তার মৃত্যুতে বিগ বস ১৫-এর প্রতিযোগী এবং অভিনেতা করণ কুন্দ্রা টুইট করেছেন, অত্যন্ত দুঃখজনক… একটি তরুণ এবং প্রতিশ্রুতিশীল জীবন খুব তাড়াতাড়িই এই দুনিয়া ছেড়ে চলে গেল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার প্রিয়জনদের ভগবান যেন শক্তি দেন। #তুনিশাশর্মা ওম শান্তি