saket gokhale, gujrat police arrested saket gokhale, সাকেত গোখলে, গুজরাট পুলিশ গ্রেপ্তার করেছে সাকেত গোখলেকে
গুজরাট প্রশাসনকে কটাক্ষ করে টুইট ! গ্রেফতার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সোমবার মধ্যরাতে রাজস্থানের বিমানবন্দর থেকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন একটি ট্যুইট করে জানিয়েছেন যে, গুজরাটের সেতু বিপর্যয়কে নিয়ে একটি টুইট করেছিলেন সাকেত গোখলে। আর ওই টুইটকে ঘিরে গ্রেফতার করা হয়েছে তাকে।

তিনি আরো দাবি করে বলেন, বিজেপির এই ধরনের পরিকল্পনা বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে রাখতে পারবে না। ডেরেক ও’ব্রায়েন আরও দাবি করে বলেন, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা পালন করার বিষয়টি ক্রমশ অন্য স্তরে নিয়ে যাচ্ছে।

তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গত সোমবার মধ্য রাতে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। সাকেত গোখলের গ্রেফতারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে পরপর তিনটি টুইট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কিন্তু কি ঘটেছিল সেই রাতে? যার জেরে গুজরাট পুলিশ সাকেত গোখলেকে গ্রেফতার করে।

এই বিষয়ে ডেরেক ও’ব্রায়েন টুইটের মাধ্যমে জানান যে, সোমবার রাত ন’টা নাগাদ দিল্লি থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেন সাকেত গোখলে। গুজরাটের পুলিশ আগে থেকেই অপেক্ষারত ছিল সাকেত-এর জন্য। দিল্লি থেকে আগত বিমানটি জয়পুরের বিমানবন্দরে অবতরণ করলে সাকেত গোখলেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ।

ডেরেক ও’ব্রায়েন টুইটের মাধ্যমে আরও জানান যে, সাকেতকে গ্রেপ্তার করার পর কেড়ে নেওয়া হয়েছে সাকেতের জিনিসপত্র। রাত দুটোর সময় তাকে তার মায়ের সঙ্গে দু-মিনিট কথা বলতে দিয়েছিলেন পুলিশকর্মীরা। তারপরে তার ফোনটি নিয়ে নেওয়া হয়। আজ সকালে তাকে আমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে।

কিন্তু কেন আচমকা গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার হল সাকেত? এই বিষয়ে ব্যাখ্যা করে দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন। তিনি টুইটের মাধ্যমে জানিয়েছেন, সাকেত গোখল টুইটের মাধ্যমে গুজরাটের প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। সেই কারণেই তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয় আমেদাবাদ সাইবার সেলে। আর ওই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাত দুটো নাগাদ গুজরাট পুলিশ সাকেত গোখলেকে গ্রেপ্তার করেছে।