ওয়েব ডেস্ক:- গাড়ির ভেতরে তরুনীর শ্লীলতাহানির চেষ্টায় অভিযোগ উঠল তার দুই বন্ধুর নামে। অভিযোগকারী তরুণী মহেশলতার বাসিন্দা। বান্ধবীর বাড়িতে পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। ফেরার পথেই গাড়ির ভিতর মানহানির চেষ্টা চালায় তারই দুই বন্ধু। তরুণী অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায়।
অভিযোগকারী জানিয়েছেন, গতকাল রাতে বিক্রমগড় এলাকায় এক বান্ধবীর বাড়িতে বার্থডে পার্টি ছিল সেখানে গিয়েছিলেন। পার্টি থেকে ফেরার সময় গাড়িতে তার এক বান্ধবী ও আরো দুই বন্ধু ছিলেন। তিনি আরো জানান ঐদিন গাড়িতে তার প্রেমিক ও ছিলেন।
তার প্রেমিক এবং তার বান্ধবী সামনের সিটে বসে ছিলেন এবং তিনি পেছনের সিটে সাথে তার দুই বন্ধু বসে ছিলেন। তিনি গাড়িতে উঠতে চাননি, তার বান্ধবী ও তাকে জোর করে গাড়িতে তোলে। তরুণীর অভিযোগ গাড়ি চালু হওয়া মাত্রই অশ্লীল ব্যবহার শুরু করে তার দুই বন্ধু। তারা দুজন মানহানির চেষ্টাও চালায়। গাড়িও বাড়ির পথের দিকে না গিয়ে অন্য পথ দিয়ে চলা শুরু করেছিল। গাড়ি থামাতে বললে কেউ কোন পাত্তা দেয়নি।
অভিযোগ চলন্ত গাড়িতে জোরজবস্তি অশ্লীল আচরণ করে তার দুই বন্ধু। গাড়ি থেকে নামতে তাকে বাধা দেওয়া হচ্ছিল বারবার। তিনি জানান কোনরকমে তিনি গাড়ি থেকে নামতে পারেন এবং ছুটে গিয়ে যাদবপুর থানা পুলিশের কাছে সাহায্য চান। তিনি ওই দিন রাতেই অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।
পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, গাড়িতে তার সঙ্গে যারা ছিল তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে , অভিযুক্ত দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গাড়িটারও তদন্ত চালাচ্ছে পুলিশ।