পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- নারদা কান্ডে গ্রেপ্তার চার নেতার জামিন মঞ্জুর নিয়ে হাইকোর্টে চলছে মামলা। গত বুধবার এই মামলার প্রথম দিনের শুনানিতে দুই পক্ষের তর্ক-বিতর্ক শোনার পর চটজলদি কোন রায় না দিয়ে কলকাতা হাইকোর্ট এই মামলার দ্বিতীয় দিনের শুনানির তারিখ দেয়।
তবে গতকাল অত্যাবশ্যক কারণে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বিচারকরা অনুপস্থিত থাকেন। তাই আজ সকাল ১১ টা থেকে হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে শুরু হয় শুনানি।
দুই বিচারপতির মধ্যে জামিন মঞ্জুর করা নিয়ে শুরু হয় মতভেদ। বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় এই চার নেতার জামিন মঞ্জুর করলেও বিচারপতি রাজেশ বিন্দল তার সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। এখনো পর্যন্ত প্রাপ্ত শেষ খবর অনুযায়ী জেল হেফাজত থেকে মুক্তি পেলেও ওই চারজন নেতাকে থাকতে হবে হাউস অ্যারেস্টে।
জেল হেফাজত থেকে মুক্তি পেলেও বিচারপতি রাজেশ বিন্দল এর বিরোধিতায় শেষ পর্যন্ত ওই চারজন নেতার গৃহবন্দি থাকার নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে অভিযুক্তদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন জামিনের জন্য তারা বৃহত্তর বেঞ্চে আবেদন করবেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার এই চারজন নেতাকে নারদা মামলায় সিবিআই এর তরফ থেকে নিজাম প্যালেসে নিয়ে এসে গ্রেপ্তার করা হয়। ওই চারজন নেতার মধ্যে দুই জন অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ও অন্য দুই জন প্রেসিডেন্সি জেলে রয়েছেন।