পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- হঠাৎই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা শিয়ালদহ স্টেশনে। দুই লোকাল ট্রেনের মধ্যে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হল ট্রেন। যদিও রেল কর্তৃপক্ষের থেকে জানা খবর অনুযায়ী, কোন যাত্রী ক্ষয়ক্ষতি হয়নি। আপ রানাঘাট লোকাল ট্রেনটি কারশেডে ঢোকার সময় একটি ফাঁকা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এবং যার ফলেই বিপদ ঘটে। বুধবার ঠিক দুপুরে এই ঘটনাটি ঘটে। যেহেতু একটি ট্রেন পুরো লাইনচ্যুত হয়ে যায়, ফলে স্বভাবতই ব্যাহত হয় ওই লাইনের ট্রেন চলাচল।
সকলের মনেই প্রশ্ন এখন একটি; এই ঘটনার পেছনে দায়ী কে – চালক নাকি যান্ত্রিক গোলযোগ? ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপলাইনে কোন ট্রেনে আপাতত চলছে না। সমস্ত যাত্রীরা পায়ে হেঁটে অথবা অন্য কোন ব্যবস্থার দ্বারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন। পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করার প্রচেষ্টায় রয়েছে রেল কর্তৃপক্ষ। এমনকি সিপিআর আশ্বস্ত করেছেন যে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, সিগন্যালের সমস্যার জন্যই এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় ট্রেন দুটিকে। শিয়ালদাহ স্টেশন থেকে খানিক দুরে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ফলে ট্রেনের বেশ কিছু অংশ ভেঙে পড়ে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে ওই ভাঙ্গা টুকরোগুলোকে তুলে ফেলার চেষ্টা করা হচ্ছে।
ফাঁকা ট্রেনটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি রানাঘাট লোকালের সামনের অংশ প্রায় দুমড়ে মুছড়ে যায়। শিয়ালদহ স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার দূরে গিয়ে এই ঘটনাটি ঘটে। যেহেতু দূরত্বটা স্টেশন থেকে বেশ খানিকটা, তাই হয়তো কোন যাত্রী বা প্লাটফর্মে থাকা কোন মানুষজনের ক্ষতি হয়নি। ট্রেন দুর্ঘটনার পর লোকাল ট্রেন অনেক দেরিতে চলছে। এছাড়া ৯ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
এখনও পর্যন্ত প্রবল বল প্রয়োগ করেও ট্রেনের ভাঙা অংশগুলোকে তোলা যায়নি। যান্ত্রিক সমস্যার কারণেই হয়তো এই ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন। গ্যাস কাটার দিয়ে এখন ভাঙ্গা টুকরোগুলোকে অনবরত সরানোর প্রচেষ্টা চলছে। ঘটনায় যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন।