india news, news, দুই বছরের পুত্র শিশু যৌন লালসার শিকার
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ এবার এক নতুন কান্ড ঘটল রাজধানী দিল্লিতে। দুই বছরের পুত্র শিশু যৌন লালসার শিকার। ক্ষত বিক্ষত  অবস্থায় তার গোপনাঙ্গ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাজধানী দিল্লির সুভাষ নগর এলাকায়। শিশুটির বাবা জানিয়েছেন, মঙ্গলবার রাত্রি ঘনিয়ে এলে অভিযুক্ত ওই পরিচারক শিশুটিকে তাদের বাড়ির দোতলার একটি রুমে নিয়ে যায়। অন্যদিনের মত ছেলেকে উপরের ঘরে নিয়ে গিয়েছিল। অনেকদিন ধরেই আছে সে এবং সবার বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। সেই জন্যই খারাপ ভাবনা আসেনি আমাদের মাথায়।

হঠাৎ কিছুক্ষণের মধ্যেই উপরের ঘর থেকে ছেলের কান্নার আওয়াজ ভেসে আসে। তৎক্ষণাৎ মা দৌড়ে যায় ছেলের কাছে কি হয়েছে দেখার উদ্দেশ্যে। শিশু বাচ্চাটির মা জানিয়েছেন, দোতালায় যাবার পর তিনি দেখেন ভিতর থেকে দরজা বন্ধ করা আছে এবং ভেতর থেকে শিশু বাচ্চাটি কান্না করছে। তিনি ওই পরিচারক কে দরজা খুলতে বলেন। দরজা খুলতে দেরি হওয়ায় তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। কিছুক্ষণ পর দরজাটি খুললে সামনে আসে মর্মান্তিক ঘটনা।

দু’বছরের শিশুপুত্রের গোপনাঙ্গ ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায়। সেটা দেখার পর তিনি চিৎকার করতে শুরু করেন এবং জানতে চান কি করে ঘটনাটি ঘটলো। অভিযুক্ত মুহূর্তেই বাড়ি থেকে পালিয়ে যায়। শিশুটির বাবা মঙ্গলবার রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে। ১৬ বছর বয়সী অভিযুক্ত পরিচারক কে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় দোষের কথা স্বীকার করেছে ওই পরিচারক। ঘটনার কথা জানাজানি হওয়ার পর অভিযুক্ত দিল্লি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বলে জানিয়েছে পুলিশ।