পশ্চিমবঙ্গ ডেস্ক: গতকাল সোমবার রাতে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত ২ যুবক। বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে ওয়েস্ট পোর্ট থানা এলাকার সিজিআর রোডে ধবিতলা ক্রাশিংয়ের কাছে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম অভিষেক গুপ্ত বয়স ২৪ বছর এবং অজয় গিরি বয়স ২৩ বছর। অভিষেক গুপ্ত রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা এবং অজয় মেটিয়াবুরুজের লিচু বাগানের বাসিন্দা।
তারা গতকাল রাত্রে বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছিল প্রাইভেট গাড়ি করে। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে ওই দুজন ছাড়াও তাদের বন্ধু রবি রাম, রুদ্র প্রতাপ সিং এবং সুমিত সাউ নামে আরও তিনজন বন্ধু ছিলেন। তারা পাঁচ জন একই সাথে বেরিয়ে ছিলেন বার্থডে পার্টি জয়েন করার জন্য। জানা গিয়েছে, একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিষেক এবং অজয়ের।
স্থানীয় সূত্রে খবর, অজয় পেশায় ছিলেন গাড়িচালক। যে গাড়িটি করে তারা যাচ্ছিলেন, সেই গাড়িটি কয়েকদিন ধরেই তাকে চালাতে দেখা গিয়েছে। তবে পুলিশ জানিয়েছে গাড়িটি অজয় গিরির নয়। গাড়িটি সুতাকল এলাকার এক বাসিন্দার। তবে ওই পাঁচ জন বন্ধু মিলে কোথায় কার জন্মদিন পালন করতে যাচ্ছিলেন সে বিষয়ে এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ট্রাক চালককে আটক করা হয়েছে। তারি সঙ্গে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ২৭৯, ৪২৭, ৩৩৮ এবং ৩০৪ ধারার মামলা দায়ের হয়েছে। গুরুতর আহত রুদ্রপ্রতাপ ও সৌমিক কে সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়েছে। রবি রাম কে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসাধীন-এ রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।