দিলীপ ঘোষ, উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক
উদয়ন গুহকে অনুব্রত সঙ্গে তুলনা ! নিশীথের কনভয়ের উপর হামলাকে কেন্দ্র করে বিস্ফোরক দিলীপ | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর হামলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দিকে তীব্র কটাক্ষের তীর ছুড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ উদয়ন গুহকে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল এর সঙ্গে তুলনা করে বলেন, “দক্ষিণবঙ্গের বীরভূমের অনুব্রত আর ওখানে কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, ওঁরা হচ্ছেন সেম ক্যাটাগরির লোক।”

প্রসঙ্গত, দিলীপ ঘোষ প্রতিদিন প্রাতঃভ্রমণে যান সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। তার নিয়ম অনুযায়ী তিনি আজও সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রাতঃভ্রমণের জন্য যান এবং প্রাতঃভ্রমণ শেষ করে আসার সময় সাংবাদিকদের মুখোমুখি হন। দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন গতকাল নিশীথ প্রামাণিকের কনভয়ের বিষয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সারা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে। এখানকার বীরভূমের অনুব্রত, ওখানে কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তাঁরা হচ্ছেন সেম ক্যাটাগরির লোক। তাঁরা হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা যদি সব গুন্ডা হয় বাতুলতা সুরক্ষা চাওয়াটা। আমাদের এখানে প্রথমবার হচ্ছে না, তাঁর ওপর হামলা হয়েছিল। ভোটের পরে পূর্ব মেদিনীপুরে কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন মল্লিধরণ মন্ত্রী তাঁর উপরে হামলা হয়েছিল। আমাদের ওপর রোজই হয় হামলা।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কচবিহারের একটি দলীয় কর্মসূচিতে যোগদান করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহারের সিতাইয়ে যাওয়ার পথে নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। নিশীথ প্রামাণিকের গাড়িকে লক্ষ্য করে সিতাই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং কর্মী-সমর্থকরা ইট ছোড়া শুরু করে বলে অভিযোগ উঠেছে।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়েছে রাজনৈতিক বিজেপি সমর্থকরা। কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু নেতা-নেত্রী পাল্টা দাবি করেন যে ওই কনভয় পিছনে থাকা বাহিনীরা গ্রামবাসীদের লক্ষ্য করে হামলা শুরু করে এবং কুচবিহারের সিতাই এলাকার থানার এসপি দাবি করেছে যে ওই কনভেও বোমাবাজিও হয়েছে।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাকে কেন্দ্র করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আরো জানিয়েছে যে, “দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁরও কোন সুরক্ষা নেই, তিনি আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, রাস্তায় বোম মারা হয়েছে। পশ্চিমবঙ্গে আদৌ সরকার আছে কিনা বোঝা যায় না।” কিছুদিন আগেই কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের প্রসঙ্গে কিছু কথা বলেছিল যে, “ওঁকে জামিন পাইয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ চেষ্টা চলছে। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে ওঁ জামিন পেয়ে গেলে বাংলা অশান্ত হবে।” সেদিন অনুব্রত মণ্ডল কে নিয়ে খুবই আশংকা প্রকাশ করেছিল দিলীপ ঘোষ। অনুব্রত মন্ডলের কথা বলতে না বলতেই কিছুদিন পরেই নিশীথের কনভয়কে কেন্দ্র করে শেষমেষ অনুব্রত মণ্ডলের নাম টেনে আনলেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।